শ্রীমঙ্গলে গণিত উৎসব-২০১৩ উদ্যাপিত

September 15, 2013,

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী গণিত উৎসব-২০১৩ উদ্যাপন করেছে ইয়ুথ এন্ডিং হাঙ্গার শ্রীমঙ্গল ইউনিট। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই গলিত উৎসবে উপজেলার ২০ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশ নেয়। গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও গণিত উৎসবের পতাকা উত্তোলনের মাধ্যমে গণিত উৎসবের সূচনা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে গণিত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন। বৃহস্পতিবার বেলা ১২ টা ১০ মিনিট হতে ১ টা পর্যন্ত মোট ৫০ মিনিটের লিখিত পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। বিকেল ৫ টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩টি গুপের মোট ১৫জনকে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। এছাড়া সেরা অংশগ্রহণমূলক পুরস্কার হিসেবে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়কে বিদ্যালয়ভিত্তিক ১টি ক্রেস্ট প্রদান করা হয়। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. আব্দুল হাই, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম মুহিব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর কেন্দ্রীয় সমন্বয়কারী অশোক বিশ্বাস। এছাড়া ধন্যবাদ বক্তব্য রাখেন গণিত উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক সাংবাদিক অনুজ কান্তি দাশ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী গণিত উৎসব-২০১৩ উদ্যাপন করেছে ইয়ুথ এন্ডিং হাঙ্গার শ্রীমঙ্গল ইউনিট। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই গলিত উৎসবে উপজেলার ২০ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশ নেয়। গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও গণিত উৎসবের পতাকা উত্তোলনের মাধ্যমে গণিত উৎসবের সূচনা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে গণিত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন। বৃহস্পতিবার বেলা ১২ টা ১০ মিনিট হতে ১ টা পর্যন্ত মোট ৫০ মিনিটের লিখিত পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। বিকেল ৫ টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩টি গুপের মোট ১৫জনকে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। এছাড়া সেরা অংশগ্রহণমূলক পুরস্কার হিসেবে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়কে বিদ্যালয়ভিত্তিক ১টি ক্রেস্ট প্রদান করা হয়। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. আব্দুল হাই, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম মুহিব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর কেন্দ্রীয় সমন্বয়কারী অশোক বিশ্বাস। এছাড়া ধন্যবাদ বক্তব্য রাখেন গণিত উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক সাংবাদিক অনুজ কান্তি দাশ। শ্রীমঙ্গল প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com