কাজিরবাজারে অটোরিক্সা ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫: আহত-২ : অপর ঘটনায় এক শিশু নিহত

September 15, 2013,

ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজারের কাজিরবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা ও যাত্রীবাহী বাসের মুখোমূখি সংঘর্ষে একই গ্রামের ৫ জন নিহত আহত হয়েছে ২ জন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায় গতকাল ১৫ সেপ্টেম্বর রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার কাজিরবাজর নামক স্থানে মৌলভীবাজার গামী হবিগঞ্জ বিরতিহীন ও শেরপুরগামী সিএনজি অটোরিক্সার মুখোমূখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে রফিক মিয়া(৪০) ও জাহাদ মিয়া(৪৫) মারা যান। ঘটনাস্থল থেকে এলাকাবাসী গুরুত্বর আহত ৫ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে সোলেমান মিয়া(৬০) ও আরব আলী (৬৫) জন মারা যায়। আশংখ্যাজনক অবস্থায় সিএনজি চালক সাদিক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নেয়ার পথে মারা যায়। নিহতরা সবাই রাজনগর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। উত্তেজিত এলাকাবাসী ঘটনার পর থেকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক বাস ও চালকে আটক করেছে পুলিশ। অপর দিকে একই সময়ে মৌলভীবাজারের ভৈরববাজার এলাকায় একটি প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলে এক শিশু মারা যায়। তবে নিহত শিশুর পরিচয় জানা যায়নি।
ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজারের কাজিরবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা ও যাত্রীবাহী বাসের মুখোমূখি সংঘর্ষে একই গ্রামের ৫ জন নিহত আহত হয়েছে ২ জন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায় গতকাল ১৫ সেপ্টেম্বর রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার কাজিরবাজর নামক স্থানে মৌলভীবাজার গামী হবিগঞ্জ বিরতিহীন ও শেরপুরগামী সিএনজি অটোরিক্সার মুখোমূখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে রফিক মিয়া(৪০) ও জাহাদ মিয়া(৪৫) মারা যান। ঘটনাস্থল থেকে এলাকাবাসী গুরুত্বর আহত ৫ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে সোলেমান মিয়া(৬০) ও আরব আলী (৬৫) জন মারা যায়। আশংখ্যাজনক অবস্থায় সিএনজি চালক সাদিক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নেয়ার পথে মারা যায়। নিহতরা সবাই রাজনগর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। উত্তেজিত এলাকাবাসী ঘটনার পর থেকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক বাস ও চালকে আটক করেছে পুলিশ। অপর দিকে একই সময়ে মৌলভীবাজারের ভৈরববাজার এলাকায় একটি প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলে এক শিশু মারা যায়। তবে নিহত শিশুর পরিচয় জানা যায়নি। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com