কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে হাসির ঝিলিক

September 19, 2013,

মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে হাসির ঝিলিক লক্ষ্য করা গেছে। এক সাথে ২০ কেজি করে চাল পেয়ে তারা আনন্দিত বোধ করছেন। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপির বিশেষ বরাদ্ধকৃত ২০১৩/১৪ইং অর্থ বছরের গরীব দু:স্থ ও অসহায় ২ হাজার চা শ্রমিকদের মধ্যে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় উপস্থিত ছিলেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, দেওরাছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুনেল আহমেদ তরফদার, সাধারণ সম্পাদক দিপু রায়, ইউপি সদস্য আব্দুল মজিদ, ধনা বাউরী, সমাজসেবক খোকন আহমদ, বিকাশ পাল, নরোত্তম বৈদ্য প্রমুখ।
মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে হাসির ঝিলিক লক্ষ্য করা গেছে। এক সাথে ২০ কেজি করে চাল পেয়ে তারা আনন্দিত বোধ করছেন। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপির বিশেষ বরাদ্ধকৃত ২০১৩/১৪ইং অর্থ বছরের গরীব দু:স্থ ও অসহায় ২ হাজার চা শ্রমিকদের মধ্যে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় উপস্থিত ছিলেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, দেওরাছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুনেল আহমেদ তরফদার, সাধারণ সম্পাদক দিপু রায়, ইউপি সদস্য আব্দুল মজিদ, ধনা বাউরী, সমাজসেবক খোকন আহমদ, বিকাশ পাল, নরোত্তম বৈদ্য প্রমুখ। কমলগঞ্জ প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com