গণজাগরন মঞ্চের সংগঠক নজরুল ইসলাম নাজমূল স্মরনে শোকসভা
শোক আর শ্রদ্ধায় মৌলভীবাজার গণজাগরন মঞ্চে সংগঠক ও আওয়ামী শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রয়াত নজরুল ইসলাম নাজমূলকে স্মরণ করলো মৌলভীবাজারবাসী। গত ১৮ সেপ্টেম্বর মৌলভীবজার জেলা শিল্পকলা একাডেমিতে শোকসভার আয়োজন করে গণজাগরন মঞ্চ। গণজাগরন মঞ্চের আহ্বায়ক নাসির জামানের সভাপতিত্বে শোকসভায় স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন উদিচি শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি মকবুল হোসেন, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এমদাদুল হক মিন্টু, সাবেক মহিলা সংসদ সদস্য বেগম হোসনে আরা ওয়াহিদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নজরুল ইসলাম নাজুলের চেতনায় ছিলো মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জঙ্গিমুক্ত দেশ গঠন। আর সেই লক্ষে আমৃত্যু কাজ করে গেছেন তিনি। দীর্ঘ তিন দশক ধরে মৌলভীবাজারের সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক অন্দোলনে তাঁর ভূমিকা ছিলো অনবদ্য। তাঁর চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করতে নতুন প্রজন্মকে আহ্বান জানান বক্তারা। উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর মৌলভীবাজারের জগন্নাথ পুর এলাকায় সড়ক দূর্ঘটনায় নজরুর ইসলাম নাজমূল মৃত্যুবরন করেন।
শোক আর শ্রদ্ধায় মৌলভীবাজার গণজাগরন মঞ্চে সংগঠক ও আওয়ামী শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রয়াত নজরুল ইসলাম নাজমূলকে স্মরণ করলো মৌলভীবাজারবাসী। গত ১৮ সেপ্টেম্বর মৌলভীবজার জেলা শিল্পকলা একাডেমিতে শোকসভার আয়োজন করে গণজাগরন মঞ্চ। গণজাগরন মঞ্চের আহ্বায়ক নাসির জামানের সভাপতিত্বে শোকসভায় স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন উদিচি শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি মকবুল হোসেন, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এমদাদুল হক মিন্টু, সাবেক মহিলা সংসদ সদস্য বেগম হোসনে আরা ওয়াহিদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নজরুল ইসলাম নাজুলের চেতনায় ছিলো মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জঙ্গিমুক্ত দেশ গঠন। আর সেই লক্ষে আমৃত্যু কাজ করে গেছেন তিনি। দীর্ঘ তিন দশক ধরে মৌলভীবাজারের সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক অন্দোলনে তাঁর ভূমিকা ছিলো অনবদ্য। তাঁর চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করতে নতুন প্রজন্মকে আহ্বান জানান বক্তারা। উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর মৌলভীবাজারের জগন্নাথ পুর এলাকায় সড়ক দূর্ঘটনায় নজরুর ইসলাম নাজমূল মৃত্যুবরন করেন। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন