বড়লেখায় ভাংচুরের ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে থানায় ২ মামলা

September 19, 2013,

বড়লেখায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার গাড়ি ভাংচুরের ঘটনায় জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দু’জন পরিবহন মালিক থানায় পৃথক দু’টি মামলা করেছেন। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গাড়ি ভাংচুরসহ নানা অভিয়োগ এনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেছেন পরিবহন মালিক ময়না মিয়া ও উস্তারুজ্জামান। তবে এ পর্যন্ত পুলিশ এই দু’মামলায় জামায়াত-শিবিরের কাউকে গ্রেফতার করতে পারেনি। থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
বড়লেখায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার গাড়ি ভাংচুরের ঘটনায় জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দু’জন পরিবহন মালিক থানায় পৃথক দু’টি মামলা করেছেন। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গাড়ি ভাংচুরসহ নানা অভিয়োগ এনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেছেন পরিবহন মালিক ময়না মিয়া ও উস্তারুজ্জামান। তবে এ পর্যন্ত পুলিশ এই দু’মামলায় জামায়াত-শিবিরের কাউকে গ্রেফতার করতে পারেনি। থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। বড়লেখা প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com