মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজারে জেলা ক্রীড়া সংস্থা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৩ উদ্বোধন হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এম সাইফুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মিসবাউর রহমান, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ তোফায়েল আহাম্মদ, সাবেক মহিলা সাংসদ বেগম হোসনেআরা ওয়াহিদসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় ছেলেদের গ্রুপে মুখোমুখি হয় বড়লেখা উপজেলার দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং জুড়ী উপজেলার শিলঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার। মেয়েদের গ্রুপে প্রথম খেলায় প্রতিদ্বন্দিতা করে জুড়ী উপজেলার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বড়লেখা উপজেলার দাসের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার । গ্রুপ পর্যায়ের খেলায় মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ ও জুড়ী উপজেলার ছয়টি বিদ্যালয় প্রতিদ্বন্দিতা করবে।
মৌলভীবাজারে জেলা ক্রীড়া সংস্থা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৩ উদ্বোধন হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এম সাইফুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মিসবাউর রহমান, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ তোফায়েল আহাম্মদ, সাবেক মহিলা সাংসদ বেগম হোসনেআরা ওয়াহিদসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় ছেলেদের গ্রুপে মুখোমুখি হয় বড়লেখা উপজেলার দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং জুড়ী উপজেলার শিলঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার। মেয়েদের গ্রুপে প্রথম খেলায় প্রতিদ্বন্দিতা করে জুড়ী উপজেলার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বড়লেখা উপজেলার দাসের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার । গ্রুপ পর্যায়ের খেলায় মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ ও জুড়ী উপজেলার ছয়টি বিদ্যালয় প্রতিদ্বন্দিতা করবে। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন