দেশী-বিদেশী প্রজাতির সৌখিন কবুতুর প্রদর্শনী
মৌলভীবাজারে বানিজ্যিকভাবে দেশী-বিদেশী প্রজাতির কবুতর পালনের লক্ষ্য নিয়ে প্রথম বারের মতো অনুষ্টিত হচ্ছে ব্যাতিক্রমধর্মী শৌখিন কবুতর প্রদর্শনী। মৌলভীবাজারে ৫০টিরও অধিক জাতের কবুতর নিয়ে প্রদর্শনীর অয়োজনে করেন কয়েকজন শৌখিন খামারী। ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে প্রদর্শনী উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। প্রদর্শনীতে উজবেক টাম্বলার, ইংলিশ পোটার, লাহোর সিরাজী, আর্চ এ্যাঞ্জেল, জেকবিন স্পø্যাশ, বোখারা, পিগমি পোটারসহ প্রায় ৫০টি কবুতর স্থান পায়। এছাড়াও মেলার তথ্যকেন্দ্র থেকে বানিজ্যিকভাবে এসব কবুতর খামার ও পালন প্রক্রিয়া সম্পর্কে দর্শনার্থীদের তথ্য দেয়া হয়। মেলার আয়োজকরা জানান, জাতভেদে এসব কবুতরের বাজার মূল্য ২ হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত হয়ে থকে তাই আত-কর্মসংস্থানের জন্য সহজেই কবুতর খামার স্থাপন করা সম্ভব।
মৌলভীবাজারে বানিজ্যিকভাবে দেশী-বিদেশী প্রজাতির কবুতর পালনের লক্ষ্য নিয়ে প্রথম বারের মতো অনুষ্টিত হচ্ছে ব্যাতিক্রমধর্মী শৌখিন কবুতর প্রদর্শনী। মৌলভীবাজারে ৫০টিরও অধিক জাতের কবুতর নিয়ে প্রদর্শনীর অয়োজনে করেন কয়েকজন শৌখিন খামারী। ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে প্রদর্শনী উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। প্রদর্শনীতে উজবেক টাম্বলার, ইংলিশ পোটার, লাহোর সিরাজী, আর্চ এ্যাঞ্জেল, জেকবিন স্পø্যাশ, বোখারা, পিগমি পোটারসহ প্রায় ৫০টি কবুতর স্থান পায়। এছাড়াও মেলার তথ্যকেন্দ্র থেকে বানিজ্যিকভাবে এসব কবুতর খামার ও পালন প্রক্রিয়া সম্পর্কে দর্শনার্থীদের তথ্য দেয়া হয়। মেলার আয়োজকরা জানান, জাতভেদে এসব কবুতরের বাজার মূল্য ২ হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত হয়ে থকে তাই আত-কর্মসংস্থানের জন্য সহজেই কবুতর খামার স্থাপন করা সম্ভব। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন