মৌলভীবাজারের বজ্রপাতে নিহত ১ আহত -৫
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে টনু মিয়া নামে এক জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। ২৭ সেপ্টেম্বর শুক্রবার ভোরে আকবরপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতদের আশংকাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাাতালে ভর্তি করা হয়েছে। নিহত টনু মিয়া আমতৈল ইউনিয়নের মিয়াদন মিয়ার ছেলে। আহতরা হচ্ছেন, মো: কাওছার মিয়া, মুমিন মিয়া, রেহমান আলী, মিজান মিয়া। আহত সবাই আকবরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূেেত্র জানাযায়, শুক্রবার ভোরে স্থানীয় হাওড়ে মাছ ধরতে যান কোনো এক সময়ে বজ্রপাত ঘটলে টেনু মিয়া ঘটনাস্থলেই মারা যান। বাকীরা দগ্ধ অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন হাওড় তাদেরকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গিয়াসনগর ইউনিয়নের চেয়াম্যান মনর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে টনু মিয়া নামে এক জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। ২৭ সেপ্টেম্বর শুক্রবার ভোরে আকবরপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতদের আশংকাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাাতালে ভর্তি করা হয়েছে। নিহত টনু মিয়া আমতৈল ইউনিয়নের মিয়াদন মিয়ার ছেলে। আহতরা হচ্ছেন, মো: কাওছার মিয়া, মুমিন মিয়া, রেহমান আলী, মিজান মিয়া। আহত সবাই আকবরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূেেত্র জানাযায়, শুক্রবার ভোরে স্থানীয় হাওড়ে মাছ ধরতে যান কোনো এক সময়ে বজ্রপাত ঘটলে টেনু মিয়া ঘটনাস্থলেই মারা যান। বাকীরা দগ্ধ অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন হাওড় তাদেরকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গিয়াসনগর ইউনিয়নের চেয়াম্যান মনর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন