পূজামন্ডপের ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিদর্শণে পুলিশ ও র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলার পূজামন্ডপ সমূহের ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন পরিদর্শণ করেছেন পুলিশ ও র্যাবের উর্ধতন কর্মকর্তারা। বুধবার সকাল থেকে মৌলভীবাজারের পুলিশ সুপার ও শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর অধিনায়কের নেতৃত্বে পরিদর্শণ করা হয়। মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহমদ ও র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সানা শামীমুর রহমান জানান, বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শারদীয় দূর্গোৎসব শুরু হচ্ছে বলে বুধবার সকাল থেকে মৌলভীবাজার শহরের নূতন কালীবাড়ি, ত্রিনয়নী পূজা মন্ডপ, রাজনগরের পাঁচগাঁও, তারাপাশা ধাম, শমশেরনগর কালিবাড়ি, সানফ্লাওয়ার সনাতনি যুব সংঘের মন্ডপ, ভানুগাছ দূর্গাবাড়ি ও শ্রীমঙ্গল কালিবাড়ি পূজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ পরিদর্শণ করা হয়েছে। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিহির কান্তি দে মিন্টু, সাধারন সম্পাদক পংকজ রায় মুন্না, সাংবাদিক সালেহ এলাহী কুটি প্রমূখ। পূজা উদযাপন কমিটির সভাপতি নিহির কান্তি দে মিন্টু জানান, সনাতন ধর্মীয় বৃহত্তম উৎসব উপলক্ষে ভক্তবৃন্দদের আগমন ও প্রস্থান বিশেষ করে মেয়ে ও মহিলাদের আগমণ ও প্রস্থান নির্বিঘে হচ্ছে কিনা সে জন্য ব্যবস্থাপনা ভাল করে তদারকি করা হয়। পুলিশ সুপার আরোও জানান, ইতি মধ্যেই জেলার সকল পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা বিন্যস্ত করা হয়েছে। এছাড়া পূজা চলাকালীন গুরুত্বপূর্ন পূজামন্ডপসমূহে যানজট নিয়ন্ত্রনে বিশেষ ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলার পূজামন্ডপ সমূহের ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন পরিদর্শণ করেছেন পুলিশ ও র্যাবের উর্ধতন কর্মকর্তারা। বুধবার সকাল থেকে মৌলভীবাজারের পুলিশ সুপার ও শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর অধিনায়কের নেতৃত্বে পরিদর্শণ করা হয়। মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহমদ ও র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সানা শামীমুর রহমান জানান, বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শারদীয় দূর্গোৎসব শুরু হচ্ছে বলে বুধবার সকাল থেকে মৌলভীবাজার শহরের নূতন কালীবাড়ি, ত্রিনয়নী পূজা মন্ডপ, রাজনগরের পাঁচগাঁও, তারাপাশা ধাম, শমশেরনগর কালিবাড়ি, সানফ্লাওয়ার সনাতনি যুব সংঘের মন্ডপ, ভানুগাছ দূর্গাবাড়ি ও শ্রীমঙ্গল কালিবাড়ি পূজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ পরিদর্শণ করা হয়েছে। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিহির কান্তি দে মিন্টু, সাধারন সম্পাদক পংকজ রায় মুন্না, সাংবাদিক সালেহ এলাহী কুটি প্রমূখ। পূজা উদযাপন কমিটির সভাপতি নিহির কান্তি দে মিন্টু জানান, সনাতন ধর্মীয় বৃহত্তম উৎসব উপলক্ষে ভক্তবৃন্দদের আগমন ও প্রস্থান বিশেষ করে মেয়ে ও মহিলাদের আগমণ ও প্রস্থান নির্বিঘে হচ্ছে কিনা সে জন্য ব্যবস্থাপনা ভাল করে তদারকি করা হয়। পুলিশ সুপার আরোও জানান, ইতি মধ্যেই জেলার সকল পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা বিন্যস্ত করা হয়েছে। এছাড়া পূজা চলাকালীন গুরুত্বপূর্ন পূজামন্ডপসমূহে যানজট নিয়ন্ত্রনে বিশেষ ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন