মৌলভীবাজারে সেনাবাহিনীর সাথে সাংবাদিকদের মতবিনিময়, ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর ও রাজনগরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মীর এর সাথে মৌলভীবাজার জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার ১০ আগষ্ট সন্ধ্যায় মৌলভীবাজার এম সাইফুর রহমান ষ্টেডিয়ামের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জেলার আইনশৃঙ্খলা, বাজার পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য ও মতামত জানতে চান তিনি। এসময় সাংবাদিকরা জেলার সার্বিক চিত্র তুলে ধরেন।
মেজর মীর সাংবাদিকদের উদ্দ্যেশ্যে বলেন, কেউ যেনো গুজব ছড়িয়ে সমাজে উছৃঙ্খলা সৃষ্টি না করতে না পারে সেদিকে সর্তক দৃষ্টি রাখতে হবে। সেনা বাহিনী সবসময় দেশ ও জাতির কল্যাণে জনগণের পাশে আছে ও থাকবে। তিনি এসময় শিক্ষার্থীদের সার্বিক কর্মকান্ডের ভূয়শী প্রসংশা করেন। বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিগগিরই পদক্ষেপ নিবেন বলেও জানান। মৌলভীবাজার জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন। সাংবাদিক দের সাথে মতবিনিময় শেষে মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র জব্দের কথাও জানান তিনি।
জেলার ৭টি থানার কার্যক্রম স্বাভাবিক করতেও কাজ করছে সেনা বাহিনী। শিগগিরই সবগুলো থানার সার্বিক কার্যক্রম স্বাভাবিক হবে বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন। ইতোমধ্যেই থানাগুলোর কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে বলেও জানান তিনি।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ সালাম, এস এম উমেদ আলী, বকসী ইকবাল আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন,আজাদুর রহমান আজাদ,তমাল ফেরদৌস দুলাল, মু.ইমাদ উদ দীন, এম এ হামিদ, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মাহবুবুর রহমান রাহেল, পান্না দত্ত, হাসানাত কামাল, আহমেদ আফরোজ, শাহাজান আহমেদ ও হোসাইন আহমদ। এসময় সাংবাদিকরা সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে।
মন্তব্য করুন