কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জে সেন্টার ফর মণিপুরী স্টাডিজ, বাংলাদেশ এর আয়োজনে ৭ম বারের মত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ১৭ অক্টোবর বৃহষ্পতিবার দুপুরে আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও কারুশিল্পের উদ্যোক্তা তাওরেন রবিন। সেন্টার ফর মণিপুরী স্টাডিজ, বাংলাদেশ এর চেয়ারম্যান কেশর বাবু সিংহের সভাপতিত্বে ও বিভা রানী সিন্হার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রণজিৎ সিংহ, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন। আলোচনায় অংশ নেন সেন্টার ফর মণিপুরী স্টাডিজ, বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান হাওবম সুধীর, এডি সুমন কুমার সিংহ, রঞ্জন কুমার সিংহ, চোংথাম বাবুল, অনুপ সিংহ, হামোম লালাচা, প্রশান্ত, পারী চিংথাম, নিঙম্বর সঞ্চিতা, থোঙাম সঞ্জয়, দিগেন্দ্র শর্মা, নাওরেন শিপন প্রমুখ। সংবর্ধনা শেষে শিক্ষা সংক্রান্ত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
মৌলভীবাজারের কমলগঞ্জে সেন্টার ফর মণিপুরী স্টাডিজ, বাংলাদেশ এর আয়োজনে ৭ম বারের মত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ১৭ অক্টোবর বৃহষ্পতিবার দুপুরে আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও কারুশিল্পের উদ্যোক্তা তাওরেন রবিন। সেন্টার ফর মণিপুরী স্টাডিজ, বাংলাদেশ এর চেয়ারম্যান কেশর বাবু সিংহের সভাপতিত্বে ও বিভা রানী সিন্হার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রণজিৎ সিংহ, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন। আলোচনায় অংশ নেন সেন্টার ফর মণিপুরী স্টাডিজ, বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান হাওবম সুধীর, এডি সুমন কুমার সিংহ, রঞ্জন কুমার সিংহ, চোংথাম বাবুল, অনুপ সিংহ, হামোম লালাচা, প্রশান্ত, পারী চিংথাম, নিঙম্বর সঞ্চিতা, থোঙাম সঞ্জয়, দিগেন্দ্র শর্মা, নাওরেন শিপন প্রমুখ। সংবর্ধনা শেষে শিক্ষা সংক্রান্ত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। কমলগঞ্জ প্রতিনিধি॥
মন্তব্য করুন