মৌলভীবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পাওয়ার পর প্রথম বারেরমতো মৌলভীবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ আগষ্ট বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. শাহীনা আক্তারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেঃ কর্নেল ইব্রাহিম আদহাম, ৪৬ বিজিবি কর্মকর্তা লেঃ কর্নেল মোঃ মিজানুর রহমান শিকদার, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান।
সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করীম ময়ূন, জেলা বিএনপি সাধারণ মিজানুর রহমান মিজান, জামায়াতের জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, মৌলভীবাজার জেলা গনফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সভাপতি মইনুর রহমান মগনু, খেলাফত মজলিস’র সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ, মৌলভীবাজার পৌর কমিশনার আনিছুজ্জামান বায়েছ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি লুৎফুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল মুক্তাকিম জুনেদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি, কামাল হোসেন, সুজনের যুগ্ম সম্পাদক, জহুর লাল প্রমূখ।
এসময় সভায় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, সকলের সর্বাত্মক সহায়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে। তিনি ধর্ম—বর্ণ নির্বিশেষে জেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। পুলিশ সুপার মনজুর রহমান বলেন, মৌলভীবাজার জেলার ৭টি থানায় পুলিশের উপস্থিতি স্বাভাবিক রয়েছে। নাগরিকে জানমাল রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ জেলা থেকে বহু নেতাকর্মীরা অবৈধভাবে টাকা আত্মসাৎ করেছেন। তাদের তালিকা তৈরি করে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।
সাবেক পৌর মেয়র ফয়জুর করিম ময়ূন বলেন, আমরা পুলিশ বাহিনীকে সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। কেউ যেন কোনো রকম অঘটন ঘটাতে না পারে এজন্য সকলকে সচেতন থাকতে হবে।
বিজিবি কমান্ডিং অফিসার মোঃ মিজানুর রহমান শিকদার বলেন, আমদের সীমান্ত এলাকা কোনো রকম অরাজক পরিস্থিতি হয়নি। দুটি এলসি ষ্টেশনে আমদানি রপ্তানী কার্যক্রম স¦াভাবিক রয়েছে।
জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলী বলেন, এ জেলায় সকল ধর্মাবলম্বীদের মাঝে একটা সম্প্রীতির সেতুবন্ধন রয়েছে। এছাড়াও সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন