কমলগঞ্জে কবি দিলওয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
একুশে ও বাংলা একাডেমী পদকপ্রাপ্ত গণ মানুষের কবি দিলওয়ার স্মরণে এক নাগরিক শোকসভা গত ২০ অক্টোবর রোববার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কবি দিলওয়ার শোকসভা নাগরিক কমিটির আহবায়ক লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হেলাল উদ্দিনের পরিচালনায় আলোচনায় অংশ নেন লেখক অধ্যক্ষ রসময় মোহান্ত, গবেষক মাহফুজুর রহমান, কবি এ, কে, শেরাম, কবি দিলওয়ার পুত্র কবি কামরান ইবনে দিলওয়ার, অধ্যক্ষ বাবুল মুর্শেদ, কবি শহীদ সাগ্নিক, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, কবি সাইয়্যিদ ফখরুল, অধ্যাপক শাহাজান মানিক, কবি সনাতন হামোম, গবেষক আকবর হোসেন, সানোয়ার হোসেন, রাসেল হাসান বক্ত, শাহীন আহমদ, শাব্বির এলাহী, আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে কবি দিলওয়ার এর জীবনী পাঠ করেন শিক্ষক মোশাহীদ আলী। স্মরণ সভায় বক্তারা বলেন, গণমানুষের কবি দিলওয়ার মৃত্যুতে সাহিত্য অঙ্গণে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কোনদিন পূরণ হবার নয়। বক্তারা কবি দিলওয়ার এর লেখা কবিতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
একুশে ও বাংলা একাডেমী পদকপ্রাপ্ত গণ মানুষের কবি দিলওয়ার স্মরণে এক নাগরিক শোকসভা গত ২০ অক্টোবর রোববার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কবি দিলওয়ার শোকসভা নাগরিক কমিটির আহবায়ক লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হেলাল উদ্দিনের পরিচালনায় আলোচনায় অংশ নেন লেখক অধ্যক্ষ রসময় মোহান্ত, গবেষক মাহফুজুর রহমান, কবি এ, কে, শেরাম, কবি দিলওয়ার পুত্র কবি কামরান ইবনে দিলওয়ার, অধ্যক্ষ বাবুল মুর্শেদ, কবি শহীদ সাগ্নিক, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, কবি সাইয়্যিদ ফখরুল, অধ্যাপক শাহাজান মানিক, কবি সনাতন হামোম, গবেষক আকবর হোসেন, সানোয়ার হোসেন, রাসেল হাসান বক্ত, শাহীন আহমদ, শাব্বির এলাহী, আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে কবি দিলওয়ার এর জীবনী পাঠ করেন শিক্ষক মোশাহীদ আলী। স্মরণ সভায় বক্তারা বলেন, গণমানুষের কবি দিলওয়ার মৃত্যুতে সাহিত্য অঙ্গণে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কোনদিন পূরণ হবার নয়। বক্তারা কবি দিলওয়ার এর লেখা কবিতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। কমলগঞ্জ প্রতিনিধি॥
মন্তব্য করুন