তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী : ইউরোপীয় মিশনগুলোতে স্বারক লিপি দেবে বিএনপি —-যুক্তরাজ্য বিএনপির চিফ এডভাইজার মহিদুর রহমান
সর্বদলীয় সরকার, সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে এবং তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিভিন্ন দেশের পার্লামেন্টসহ ইউরোপীয় মিশনগুলোতে স্বারক লিপি প্রদানের প্রস্তুতি নিয়েছে বিএনপি। পাশাপাশি ইউরোপীয় মিশনগুলোর সহায়তা চাইবে বিএনপি। ইউরোপের বেশ কয়েকটি দেশে বিএনপির প্রবাসী নেতা কর্মীরা ইউরোপীয় মিশন এর সামনে কালো পতাকা হাতে নিয়ে প্রতিবাদ জানিয়ে স্বারক লিপি প্রদান করবে। সোমবার টেলিফোনে এ তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির চিফ এডভাইজার মাহিদুর রহমান। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে আগামী ২৪ অক্টোবর থেকে বিএনপির ইউরোপীয় নেতা কর্মীরা ফ্রান্স, স্পেন, ইটালি, বেলজিয়ামসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের ইউরোপীয় মিশনগুলোতে স্বারক লিপি প্রদান করবে। জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষনকে কূটকৌশল উল্লেখ করে বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তার আগের অবস্থানকেই আবার নতুন করে জানান দিয়েছেন। প্রধানমন্ত্রী যা মুখে বলেন তাই সংবিধান, আর যা বলেন না তা সংবিধান নয়। সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র করছে। সভা-সমাবেশ নিষিদ্ধ করে সংবিধান পরিপন্থী কাজ করছে। এটা গণতন্ত্র হত্যার চক্রান্ত। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তাই গণতন্ত্র রক্ষায় আমরা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে আন্দোলন চালিয়ে যাব। অপরদিকে মৌলভীবাজার ও রাজনগর আসনের বিএনপির সংসদ সদস্য হিসেবে ৩ আসনের মনোনয়ন পাচ্ছেন এমন হাওয়া বইছে সারা এলাকা জুড়ে।
সর্বদলীয় সরকার, সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে এবং তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিভিন্ন দেশের পার্লামেন্টসহ ইউরোপীয় মিশনগুলোতে স্বারক লিপি প্রদানের প্রস্তুতি নিয়েছে বিএনপি। পাশাপাশি ইউরোপীয় মিশনগুলোর সহায়তা চাইবে বিএনপি। ইউরোপের বেশ কয়েকটি দেশে বিএনপির প্রবাসী নেতা কর্মীরা ইউরোপীয় মিশন এর সামনে কালো পতাকা হাতে নিয়ে প্রতিবাদ জানিয়ে স্বারক লিপি প্রদান করবে। সোমবার টেলিফোনে এ তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির চিফ এডভাইজার মাহিদুর রহমান। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে আগামী ২৪ অক্টোবর থেকে বিএনপির ইউরোপীয় নেতা কর্মীরা ফ্রান্স, স্পেন, ইটালি, বেলজিয়ামসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের ইউরোপীয় মিশনগুলোতে স্বারক লিপি প্রদান করবে। জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষনকে কূটকৌশল উল্লেখ করে বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তার আগের অবস্থানকেই আবার নতুন করে জানান দিয়েছেন। প্রধানমন্ত্রী যা মুখে বলেন তাই সংবিধান, আর যা বলেন না তা সংবিধান নয়। সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র করছে। সভা-সমাবেশ নিষিদ্ধ করে সংবিধান পরিপন্থী কাজ করছে। এটা গণতন্ত্র হত্যার চক্রান্ত। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তাই গণতন্ত্র রক্ষায় আমরা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে আন্দোলন চালিয়ে যাব। অপরদিকে মৌলভীবাজার ও রাজনগর আসনের বিএনপির সংসদ সদস্য হিসেবে ৩ আসনের মনোনয়ন পাচ্ছেন এমন হাওয়া বইছে সারা এলাকা জুড়ে। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন