শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের সাথে প্রবাসী সাংবাদিকের মতবিনিময়
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্রূ ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী। গণমাধ্যমকর্মীরা দুই সাংবাদিককে ফুলেল সংবর্ধনা জানান।
সোমবার ১৬ ডিসেম্বর শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক লন্ডন বাংলা চ্যানেলের সম্পাদক আব্দুর রব ভুট্টো এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এম ইদ্রিস আলী’র স্বদেশ আগমন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় সকল সাংবাদিকদের একসাথে নিয়ে আসার আহবান জানান।
এ সময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এম ইদ্রিস আলী বলেন, সংবাদমাধ্যমে বিভক্তি বা মতবিরোধ সমাজে ভুল বার্তা পৌঁছাতে পারে। শ্রীমঙ্গলের সাংবাদিকরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাগত দায়িত্ব পালন করেন, তাহলে সত্যিকার অর্থে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এছাড়া স্থানীয় সমস্যাগুলোর কার্যকর সমাধান ও সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, তথ্যের যথার্থতা নিশ্চিত করা এবং স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা এবং সমঝোতার কোনো বিকল্প নেই। তাই, শ্রীমঙ্গলের সাংবাদিকদের উচিত ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্ব বজায় রাখা এবং একসঙ্গে কাজ করে একটি শক্তিশালী এবং দায়িত্বশীল সংবাদমাধ্যমের উদাহরণ স্থাপন করা। এই ঐক্যই শ্রীমঙ্গলের মানুষের আস্থা অর্জনের প্রধান চাবিকাঠি।
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্রো শ্রীমঙ্গলের ঐক্যবদ্ধ সাংবাদিকদের প্রশংশা করেন এবং সুন্দর একটি অনুষ্ঠাুন আয়োজন করায় গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুই হাই’র সভাপতিত্বে ও সাংবাদিক সাইফুল ইসলাম’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক পলাশ চৌধুরী, আহমেদ ফারুক মিল্লাদ, কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ ছায়েদ আহমেদ, শামিম আক্তার মিন্টু, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, যুগ্ম–সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, বিশ^জিৎ ভট্রাচার্য বাপন, এম এ রকিব, আনোয়ার হোসেন জসিম, এহসান বিন মুজাহির, আবুজার রহমান বাবলা, শাহাব উদ্দিন আহমেদ, এম এ শুকুর, আমজাদ হোসেন বাচ্চু, শামসুল ইসলাম শামীম প্রমুখ। এছাড়াও সভায় শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন ইলেকটনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন