বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে ছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

December 17, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সহযোগিতায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৭ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু।

জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন লীলা নাগ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এম. খছরু চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজির সুত্রধর।

এ  সময় উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার  জেলা সংগঠক হৃদয় অধিকারী, বাসদ জেলা শাখার সদস্য রেহনুমা রুবাইয়াত প্রমুখ। আলোচনা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com