বড়লেখা সরকারি কলেজ ভবনে সাবেক মন্ত্রীর নাম দেখে জেলা প্রশাসকের ক্ষোভ

March 26, 2025,

আব্দুর রব : বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একটি একাডেমিক ভবন এখনও আওয়ামী লীগের সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনের নামে থাকতে দেখে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

২৫ মার্চ মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান সমুহ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। কলেজের একটি ভবনে এখনও সাবেক মন্ত্রীর নাম প্রদর্শিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করে তাৎক্ষণিক কলেজ কর্তৃপক্ষকে ফ্যাসিষ্ট সরকারের সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এর আগে উপজেলা প্রাণিসম্পদ অফিস, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, আগর আতর প্রকল্প ও বাহাদুরপুর চা বাগান পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com