জগন্নাথপুর এলাকায় পাগলা শিয়ালের কামড়ে আহত ৪
মৌলভীবাজার সদর মোস্তফাপুর ইউনিয়নের উওর জগন্নাথপুর এলাকায় পাগলা শিয়ালের কামড়ে চার এলাকাবসী আহত হয়েছেন। ৩১ অক্টোবর বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আমজাদ হোসেন (২২) হৃদয় মিয়া (১৫),শুবাস চন্দ্র পাল(২৫) শংঙ্কর দেব (২৮)। তারা চার জন উওর জগন্নাথপুর এলাকার বাসিন্দা। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উওর জগন্নাথপুর এলাকার বাসিন্দা গিয়াস আহমদ জানান, আহতরা বৃহস্পতিবার সকালে বাড়ির পাশ দিয়ে হেঁটে শহরের যাচ্ছিলেন। হঠাৎ করে পিছন দিক থেকে পাগলা শিয়াল তাদের আক্রমণ করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে শিয়াল পালিয়ে যায়। এ ব্যাপারে মৌলভীবাজার সদর হাসপাতালের সিভিল সার্জন গোলাম রাজ্জাক চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাগলা শিয়াল কামড়ালে রেডি ফর নামে একটি ভ্যাকসিন ৩ মাস নিতে হয়।
মৌলভীবাজার সদর মোস্তফাপুর ইউনিয়নের উওর জগন্নাথপুর এলাকায় পাগলা শিয়ালের কামড়ে চার এলাকাবসী আহত হয়েছেন। ৩১ অক্টোবর বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আমজাদ হোসেন (২২) হৃদয় মিয়া (১৫),শুবাস চন্দ্র পাল(২৫) শংঙ্কর দেব (২৮)। তারা চার জন উওর জগন্নাথপুর এলাকার বাসিন্দা। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উওর জগন্নাথপুর এলাকার বাসিন্দা গিয়াস আহমদ জানান, আহতরা বৃহস্পতিবার সকালে বাড়ির পাশ দিয়ে হেঁটে শহরের যাচ্ছিলেন। হঠাৎ করে পিছন দিক থেকে পাগলা শিয়াল তাদের আক্রমণ করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে শিয়াল পালিয়ে যায়। এ ব্যাপারে মৌলভীবাজার সদর হাসপাতালের সিভিল সার্জন গোলাম রাজ্জাক চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাগলা শিয়াল কামড়ালে রেডি ফর নামে একটি ভ্যাকসিন ৩ মাস নিতে হয়। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন