মৌলভীবাজারে সুরঙ্গ পথে শ্যামা দেবী দর্শন

November 2, 2013,

মৌলভীবাজারের বিভিন্ন পূজা মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ছিল নানা আয়োজন। আর এ উৎসব উপলক্ষে নানা সাজে সাজানো হয় শ্যামা মায়ের মূল পূজা ।
শত বৎসরের ঐতিহ্যবাহী রাজনগরের কদমহাটা কালীবাড়িতে শনিবার রাতে হাজারো ভক্ত ভিড় করেন ভিন্ন আঙ্গিকে সজ্জি¦ত উৎসব উপভোগ করতে। মন্দিরে প্রবেশের পর দীর্র্ঘ গুহার পথ অতিক্রম করতে হয় ভক্তদের। ব্যাতিক্রমী এই আয়োজন উপভোগ করতে সকল বয়সের নারীপূরুষের উপস্থিতি ছিলো সরব। পৌরানিক আদলের গুহাপথ পেড়িয়ে শ্রীশ্রী শ্যামা মায়ের প্রতিমা দর্শন ও প্রণাম করে চরনামৃত নেন ভক্তরা।
মন্দির প্রাঙ্গনে পরিবেশিত হয় হরি নাম সংকীর্তন ও ভজন কীর্তন। মুহিম দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ধর্মসভায় বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব বনমারী ভৌমিক, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল পোগ্রাম বিভাগের মহাব্যাবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী। এ উপলক্ষে প্রতিটি মন্দির, প্রতিষ্ঠান ও গৃহস্থলী অলোকিত হয় দীপাবলীর আলোয়।
মৌলভীবাজারের বিভিন্ন পূজা মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ছিল নানা আয়োজন। আর এ উৎসব উপলক্ষে নানা সাজে সাজানো হয় শ্যামা মায়ের মূল পূজা ।
শত বৎসরের ঐতিহ্যবাহী রাজনগরের কদমহাটা কালীবাড়িতে শনিবার রাতে হাজারো ভক্ত ভিড় করেন ভিন্ন আঙ্গিকে সজ্জি¦ত উৎসব উপভোগ করতে। মন্দিরে প্রবেশের পর দীর্র্ঘ গুহার পথ অতিক্রম করতে হয় ভক্তদের। ব্যাতিক্রমী এই আয়োজন উপভোগ করতে সকল বয়সের নারীপূরুষের উপস্থিতি ছিলো সরব। পৌরানিক আদলের গুহাপথ পেড়িয়ে শ্রীশ্রী শ্যামা মায়ের প্রতিমা দর্শন ও প্রণাম করে চরনামৃত নেন ভক্তরা।
মন্দির প্রাঙ্গনে পরিবেশিত হয় হরি নাম সংকীর্তন ও ভজন কীর্তন। মুহিম দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ধর্মসভায় বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব বনমারী ভৌমিক, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল পোগ্রাম বিভাগের মহাব্যাবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী। এ উপলক্ষে প্রতিটি মন্দির, প্রতিষ্ঠান ও গৃহস্থলী অলোকিত হয় দীপাবলীর আলোয়। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com