মৌলভীবাজারে জেল-হত্যা দিবসে মিছিল ও সমাবেশ
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, মিছিল ও সমাবেশের মাধ্যমে জেল-হত্যা দিবস পালন করলো জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ। ৩ নভেম্বর সকালে শহরের চৌমোহনাস্থ দলীয় কার্য্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর জেলা যুবলীগের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেল-হত্যার আসামীদের রায় কার্যকরের দাবীতে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য মিজবাউর রহমান,সাবেক মহিলা সাংসদ বেগম হোসনে আরা ওয়াহিদ, জেলা যুবলীগ সভাপতি ফজলুরর রহমান, সাধারন সম্পাদক নাহিদ হোসেন। এ সময় বক্তারা আরো বলেন, রাজাকারমুক্ত-অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই আগামী হরতালকে প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা।
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, মিছিল ও সমাবেশের মাধ্যমে জেল-হত্যা দিবস পালন করলো জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ। ৩ নভেম্বর সকালে শহরের চৌমোহনাস্থ দলীয় কার্য্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর জেলা যুবলীগের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেল-হত্যার আসামীদের রায় কার্যকরের দাবীতে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য মিজবাউর রহমান,সাবেক মহিলা সাংসদ বেগম হোসনে আরা ওয়াহিদ, জেলা যুবলীগ সভাপতি ফজলুরর রহমান, সাধারন সম্পাদক নাহিদ হোসেন। এ সময় বক্তারা আরো বলেন, রাজাকারমুক্ত-অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই আগামী হরতালকে প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন