প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজছে বড়লেখা : জনসভাস্থল পরিদর্শন ও প্রস্তুতি সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ নভেম্বর মৌলভীবাজারের বড়লেখায় যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। গত ১ নভেম্বর শুক্রবার দুপুরে তিনি বড়লেখা ডিগ্রি কলেজ মাঠ, রেলওয়ে যুব সংঘ মাঠ ও পি.সি. উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। এরপর তিনি বড়লেখা ডিগ্রি কলেজ হলরুমে প্রস্তুতি সভায় যোগ দেন। প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে জনসভার জন্য পি.সি.উচ্চ বিদ্যালয় মাঠকেই নির্ধারণ করা হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চীফ হুইপ আব্দুস শহীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা পুলিশ সুপার তোফায়েল আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ প্রণয় কুমার দে, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমিনুর রহমান প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে চীফ হুইপ আব্দুস শহীদ সাংবাদিকদের জানান, জনসভার জন্য পি.সি. উচ্চ বিদ্যালয় মাঠকে নির্ধারণ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে উপলক্ষ করে বর্ণিল সাজে সাজছে মিনি শহর বড়লেখা। তোরণ নির্মাণের কাজ শুরু হয়েছে শনিবার থেকে। বৈদ্যুতিক যাবতীয় ত্রুটি সরানোরও কাজ হয়েছে। রাস্তাঘাটে শুক্রবার থেকেই কাজ চলছে। পৌর এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতারও কাজ চলছে। তবে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পতিত বড়লেখা-শাহবাজপুর সড়কের উত্তর চৌমুহনী থেকে বড়লেখা ডিগ্রি কলেজ সড়কটিরও অবশেষে সংস্কার কাজ শুরু হয়েছে। বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজনও বড়লেখা পরিদর্শন করছেন প্রতিদিনই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ নভেম্বর মৌলভীবাজারের বড়লেখায় যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। গত ১ নভেম্বর শুক্রবার দুপুরে তিনি বড়লেখা ডিগ্রি কলেজ মাঠ, রেলওয়ে যুব সংঘ মাঠ ও পি.সি. উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। এরপর তিনি বড়লেখা ডিগ্রি কলেজ হলরুমে প্রস্তুতি সভায় যোগ দেন। প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে জনসভার জন্য পি.সি.উচ্চ বিদ্যালয় মাঠকেই নির্ধারণ করা হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চীফ হুইপ আব্দুস শহীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা পুলিশ সুপার তোফায়েল আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ প্রণয় কুমার দে, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমিনুর রহমান প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে চীফ হুইপ আব্দুস শহীদ সাংবাদিকদের জানান, জনসভার জন্য পি.সি. উচ্চ বিদ্যালয় মাঠকে নির্ধারণ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে উপলক্ষ করে বর্ণিল সাজে সাজছে মিনি শহর বড়লেখা। তোরণ নির্মাণের কাজ শুরু হয়েছে শনিবার থেকে। বৈদ্যুতিক যাবতীয় ত্রুটি সরানোরও কাজ হয়েছে। রাস্তাঘাটে শুক্রবার থেকেই কাজ চলছে। পৌর এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতারও কাজ চলছে। তবে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পতিত বড়লেখা-শাহবাজপুর সড়কের উত্তর চৌমুহনী থেকে বড়লেখা ডিগ্রি কলেজ সড়কটিরও অবশেষে সংস্কার কাজ শুরু হয়েছে। বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজনও বড়লেখা পরিদর্শন করছেন প্রতিদিনই। স্টাফ রিপোটার॥
মন্তব্য করুন