প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উচ্ছেদ হল বড়লেখার হ্যালি প্যাড সংলগ্ন অবৈধ স্থাপনা
অবশেষে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ দলীয় প্রধান শেখ হাসিনার বড়লেখায় আগমন উপলক্ষে উচ্ছেদ হল হ্যালি প্যাড সংলগ্ন খাস জমির ওপর গড়ে উঠা অবৈধ স্থাপনা। গত মার্চ মাসে বড়লেখায় খাস জমি দখলের হিড়িক শিরোনামে পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হলে জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদে ম্যাজিস্ট্রেট নিয়োগ করলেও শেষ পর্যন্ত রহস্যজনক কারনে তা আর উচ্ছেদ করা হয়নি। জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামে ৮০র দশকে নির্মিত সরকারী হ্যালিপ্যাড সংলগ্ন খাস ভুমির ওপর প্রভাবশালীদের নজর পড়ে। অভিযোগ উঠে টাকার বিনিময়ে কতিপয় প্রভাবশালী সিন্ডিকেট সরকারী ভুমি প্লট আকারে বিভিন্ন জনের নিকট বিক্রি করে দেয়। জেলা ও উপজেলা প্রশাসনে আবেদন নিবেদন করেও অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা যায়নি। বরং তা দিন দিন বাড়তে থাকে। ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী সফরে বড়লেখা যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হ্যালিকপ্টার বড়থল হ্যালিপ্যাডে অবতরনের চুড়ান্ত সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এএসএফ স্থানীয় প্রশাসনকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কড়া নির্দেশ দিলে বুধবার অবৈধভাবে বসবাসকারী ২০ পরিবারের বাড়ীঘর উচ্ছেদ করা হয়। হ্যালিপ্যাড সংলগ্ন আদর্শ গ্রামের বাসিন্দাদের দাবী প্রধানমন্ত্রীর বড়লেখা সফর শেষে যেন পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেদিকে প্রশাসনের কড়া নজরদারীর। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান হ্যালিপ্যাড সংলগ্ন খাস ভুমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের সত্যতা স্বীকার করেন।
অবশেষে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ দলীয় প্রধান শেখ হাসিনার বড়লেখায় আগমন উপলক্ষে উচ্ছেদ হল হ্যালি প্যাড সংলগ্ন খাস জমির ওপর গড়ে উঠা অবৈধ স্থাপনা। গত মার্চ মাসে বড়লেখায় খাস জমি দখলের হিড়িক শিরোনামে পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হলে জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদে ম্যাজিস্ট্রেট নিয়োগ করলেও শেষ পর্যন্ত রহস্যজনক কারনে তা আর উচ্ছেদ করা হয়নি। জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামে ৮০র দশকে নির্মিত সরকারী হ্যালিপ্যাড সংলগ্ন খাস ভুমির ওপর প্রভাবশালীদের নজর পড়ে। অভিযোগ উঠে টাকার বিনিময়ে কতিপয় প্রভাবশালী সিন্ডিকেট সরকারী ভুমি প্লট আকারে বিভিন্ন জনের নিকট বিক্রি করে দেয়। জেলা ও উপজেলা প্রশাসনে আবেদন নিবেদন করেও অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা যায়নি। বরং তা দিন দিন বাড়তে থাকে। ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী সফরে বড়লেখা যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হ্যালিকপ্টার বড়থল হ্যালিপ্যাডে অবতরনের চুড়ান্ত সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এএসএফ স্থানীয় প্রশাসনকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কড়া নির্দেশ দিলে বুধবার অবৈধভাবে বসবাসকারী ২০ পরিবারের বাড়ীঘর উচ্ছেদ করা হয়। হ্যালিপ্যাড সংলগ্ন আদর্শ গ্রামের বাসিন্দাদের দাবী প্রধানমন্ত্রীর বড়লেখা সফর শেষে যেন পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেদিকে প্রশাসনের কড়া নজরদারীর। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান হ্যালিপ্যাড সংলগ্ন খাস ভুমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের সত্যতা স্বীকার করেন। আব্দুর রব॥
মন্তব্য করুন