শ্রীমঙ্গলে বিনামূল্যে তাঁত শিল্পীদের সুতা বিতরণ

November 7, 2013,

তাঁত শিল্প রক্ষায় বেসরকারি সংস্থা আরডিআরএস এর উদ্দোগে শ্রীমঙ্গল উপজেলার ডলোবাড়ী, ত্রিপুরাবস্তি ও রামনগর মনিপুরি পাড়ার ৪০ জন তাতীদের মাঝে ২০৫ কেজি সুতা বিনামূল্যে বিতরন করা হয়েছে। ৬ নভেম্বর বুধবার শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে অবস্থিত আরডিআরএস কার্যালয় প্রাঙ্গনে মনিপুরী তাত কারিগড়ের মাঝে তাতের সুতা বিতরন করা হয়। ফুড সিকিউরিটি প্রোগ্রামের অধীনে ও সয়েল ফার্টিলিটি কম্পোনেন্ট প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে এসব উপকরন বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন আরডিআরএস এর ফাইনান্স কো অডিনেটর সালেহ উদ্দীন আহমদ, ইন্টারন্যাশনাল অডিট কো অডিনেটর প্রণয় কৃষ্ণ সরকার, অডিটর ইসি জসীম উদ্দীন, ফাইনান্স ম্যানেজার কুতুবুল আলম, প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
তাঁত শিল্প রক্ষায় বেসরকারি সংস্থা আরডিআরএস এর উদ্দোগে শ্রীমঙ্গল উপজেলার ডলোবাড়ী, ত্রিপুরাবস্তি ও রামনগর মনিপুরি পাড়ার ৪০ জন তাতীদের মাঝে ২০৫ কেজি সুতা বিনামূল্যে বিতরন করা হয়েছে। ৬ নভেম্বর বুধবার শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে অবস্থিত আরডিআরএস কার্যালয় প্রাঙ্গনে মনিপুরী তাত কারিগড়ের মাঝে তাতের সুতা বিতরন করা হয়। ফুড সিকিউরিটি প্রোগ্রামের অধীনে ও সয়েল ফার্টিলিটি কম্পোনেন্ট প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে এসব উপকরন বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন আরডিআরএস এর ফাইনান্স কো অডিনেটর সালেহ উদ্দীন আহমদ, ইন্টারন্যাশনাল অডিট কো অডিনেটর প্রণয় কৃষ্ণ সরকার, অডিটর ইসি জসীম উদ্দীন, ফাইনান্স ম্যানেজার কুতুবুল আলম, প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ। শ্রীমঙ্গল প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com