সড়ক দূর্ঘটনায় শ্রীমঙ্গলের সম্মিলিত নাট্যপরিষদের সভাপতি নিহারেন্দু কর নিহত
মৌলভীবাজার-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শ্রীমঙ্গলের সম্মিলিত নাট্য-পরিষদের সভাপতি, নাট্যকার, অভিনেতা ও নির্দেশক নীহারেন্দু কর নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮নভেম্বর) বেলা এগারোটার দিকে কামালপুর বাজরের ত্রৈলক্ষ্যবিজয় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। একটি সিএনটি অটোরিক্সাযোগে তিনি মৌলভীবাজার অভিমূখে যাচ্ছিলেন, এমন সময় শেরপুর অভিমূখী দ্রুতগামী একটি পিক-আপ ভ্যানের সাথে অটোরিক্সার সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলেই নিহারেন্দু কর (৬০) মারা যান। আহত হন অটোরিক্সা চালক সমশের মিয়া(৩৫) সহ আরো ৩ যাত্রী। দূর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নিহারেন্দু করকে মৃত ঘোষনা করেন। আহত অটো চালক সমশের সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহারেন্দু কর একাধারে নাট্যকার, নাট্যনির্দেশক, অভিনয় ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে দুদশক ধরে কাজ করেছেন। শ্রীমঙ্গলের প্রান্তিক থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অসংখ্য নাটকে অভিনয় করেছেন। এনটিভিতে জনপ্রিয় একটি পাপেট শোর প্রযোজক ছিলেন। যুক্তরাজ্য ভিত্তিক টেলিভিশন চ্যানেল-এস এর নাট্যপ্রযোজক ও পরিচালক সুভাষ পাল কানু জানান, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ২০০৮ খ্রীষ্টাব্দে নিহারেন্দু করের রচনায় চা-শ্রমিক সম্প্রদায়ের জীবনগাঁথা নিয়ে নির্মিত নাটক উড়ে যায় সুখ পাখি দেখে ভূয়সী প্রসংশা করেছিলেন। এছাড়াও তিনি শ্রীমঙ্গলের সচেতন নাগরিক কমিটি ও টিআইবির সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে পুরো সিলেট বিভাগের নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মৌলভীবাজার-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শ্রীমঙ্গলের সম্মিলিত নাট্য-পরিষদের সভাপতি, নাট্যকার, অভিনেতা ও নির্দেশক নীহারেন্দু কর নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮নভেম্বর) বেলা এগারোটার দিকে কামালপুর বাজরের ত্রৈলক্ষ্যবিজয় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। একটি সিএনটি অটোরিক্সাযোগে তিনি মৌলভীবাজার অভিমূখে যাচ্ছিলেন, এমন সময় শেরপুর অভিমূখী দ্রুতগামী একটি পিক-আপ ভ্যানের সাথে অটোরিক্সার সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলেই নিহারেন্দু কর (৬০) মারা যান। আহত হন অটোরিক্সা চালক সমশের মিয়া(৩৫) সহ আরো ৩ যাত্রী। দূর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নিহারেন্দু করকে মৃত ঘোষনা করেন। আহত অটো চালক সমশের সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহারেন্দু কর একাধারে নাট্যকার, নাট্যনির্দেশক, অভিনয় ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে দুদশক ধরে কাজ করেছেন। শ্রীমঙ্গলের প্রান্তিক থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অসংখ্য নাটকে অভিনয় করেছেন। এনটিভিতে জনপ্রিয় একটি পাপেট শোর প্রযোজক ছিলেন। যুক্তরাজ্য ভিত্তিক টেলিভিশন চ্যানেল-এস এর নাট্যপ্রযোজক ও পরিচালক সুভাষ পাল কানু জানান, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ২০০৮ খ্রীষ্টাব্দে নিহারেন্দু করের রচনায় চা-শ্রমিক সম্প্রদায়ের জীবনগাঁথা নিয়ে নির্মিত নাটক উড়ে যায় সুখ পাখি দেখে ভূয়সী প্রসংশা করেছিলেন। এছাড়াও তিনি শ্রীমঙ্গলের সচেতন নাগরিক কমিটি ও টিআইবির সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে পুরো সিলেট বিভাগের নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শ্রীমঙ্গল প্রতিনিধি॥
মন্তব্য করুন