হাকালুকি হাওরে বিষটোপে অতিথি পাখি নিধন শুরু : ২৬ টি মৃত পাখি উদ্ধার-নৌকা জব্দ

November 14, 2013,

হাকালুকি হাওরে শীতের শুরুতেই এক শ্রেণীর অসাধু শিকারী বিষটোপে অতিথি পাখি নিধন শুরু করেছে। অভিযোগ রয়েছে বিলের পাহারাদারের সাথে আতাত করে শিকারীরা অবাধে পাখি নিধন করছে। গতকাল ১৩ নভেম্বর বুধবার সকালে বিক্রয়ের জন্য নৌকাযোগে শহরে নিয়ে আসার সময় জুড়ী কন্ঠিনালা ব্রিজের নিচ থেকে ২৬ টি মৃত লেঞ্জা (হাস জাতীয় অতিথি পাখি) পাখি উদ্ধার ও পাখি বহনকারী নৌকা জব্দ করা হয়। জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী ও সিএনআরএসের ইসিএ ম্যানেজমেন্ট অফিসার নাজিম হোসেন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকালল বুধবার সকাল এগারোটায় কন্ঠিনালা ব্রিজের নিচে একটি নৌকা থেকে বস্তা ভর্তি ২৬ টি জবাইকৃত লেঞ্জা পাখি উদ্ধার করা হয়। এসময় যাত্রীবেশি অসাধু পাখি শিকারী ছবির মিয়া, রমজান আলী ও মর্তুজ আলী পালিয়ে যায়। পরিবেশ অধিদপ্তরের ন্যাশনাল রিসোর্স ম্যানেজম্যান্ট অফিসার বশির আহমেদ জানান, পাখি শিকারীদের চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে বন্য প্রাণী সংরক্ষন বিভাগের রেঞ্জার দেলোয়ার হোসেন বাদী হয়ে জুড়ী থানায় মামলা করেছেন।
হাকালুকি হাওরে শীতের শুরুতেই এক শ্রেণীর অসাধু শিকারী বিষটোপে অতিথি পাখি নিধন শুরু করেছে। অভিযোগ রয়েছে বিলের পাহারাদারের সাথে আতাত করে শিকারীরা অবাধে পাখি নিধন করছে। গতকাল ১৩ নভেম্বর বুধবার সকালে বিক্রয়ের জন্য নৌকাযোগে শহরে নিয়ে আসার সময় জুড়ী কন্ঠিনালা ব্রিজের নিচ থেকে ২৬ টি মৃত লেঞ্জা (হাস জাতীয় অতিথি পাখি) পাখি উদ্ধার ও পাখি বহনকারী নৌকা জব্দ করা হয়। জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী ও সিএনআরএসের ইসিএ ম্যানেজমেন্ট অফিসার নাজিম হোসেন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকালল বুধবার সকাল এগারোটায় কন্ঠিনালা ব্রিজের নিচে একটি নৌকা থেকে বস্তা ভর্তি ২৬ টি জবাইকৃত লেঞ্জা পাখি উদ্ধার করা হয়। এসময় যাত্রীবেশি অসাধু পাখি শিকারী ছবির মিয়া, রমজান আলী ও মর্তুজ আলী পালিয়ে যায়। পরিবেশ অধিদপ্তরের ন্যাশনাল রিসোর্স ম্যানেজম্যান্ট অফিসার বশির আহমেদ জানান, পাখি শিকারীদের চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে বন্য প্রাণী সংরক্ষন বিভাগের রেঞ্জার দেলোয়ার হোসেন বাদী হয়ে জুড়ী থানায় মামলা করেছেন। এম. মছব্বির আলী॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com