মৌলভীবাজারে আমন ধান কাটা শুরু
উৎসব মুখর পরিবেশে এই মৌসুমের রোপা আমন ধান কাটা শুরু করেছেন মৌলভীবাজারের কৃষকরা। এবার জেলায় ফলন ভালো হয়েছে।তবে ধানের উপযুক্ত মূল্য নির্ধারনের দাবী কৃষকদের। ১৬ নভেম্বর শনিবার সকালে মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নে কৃষকদের সাথে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী ও জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক এই মৌসুমের রোপা আমন ধান কাটার উদ্বোধন করেন। কৃষি অধিদপ্তরের হিসেবে এ বছর জেলায় প্রায় ৯৯ হাজার ৪৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ২লাখ ৫২হাজার মেট্রিকটন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। তবে কৃষকদের দাবী এক মন ধান উৎপাদনে ৫শত থেকে সাড়ে ৫শত টাকা খরচ হয়। তাই ধানের উপযুক্ত মূল্য নির্ধারন করে কৃষকদের উৎসাহিত করবে সরকার ।
উৎসব মুখর পরিবেশে এই মৌসুমের রোপা আমন ধান কাটা শুরু করেছেন মৌলভীবাজারের কৃষকরা। এবার জেলায় ফলন ভালো হয়েছে।তবে ধানের উপযুক্ত মূল্য নির্ধারনের দাবী কৃষকদের। ১৬ নভেম্বর শনিবার সকালে মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নে কৃষকদের সাথে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী ও জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক এই মৌসুমের রোপা আমন ধান কাটার উদ্বোধন করেন। কৃষি অধিদপ্তরের হিসেবে এ বছর জেলায় প্রায় ৯৯ হাজার ৪৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ২লাখ ৫২হাজার মেট্রিকটন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। তবে কৃষকদের দাবী এক মন ধান উৎপাদনে ৫শত থেকে সাড়ে ৫শত টাকা খরচ হয়। তাই ধানের উপযুক্ত মূল্য নির্ধারন করে কৃষকদের উৎসাহিত করবে সরকার । স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন