কুলাউড়ায় খাসিয়াদের সামাজিক উৎসব শাড সুখ মেনসিন পালিত
কুলাউড়া প্রতিনিধি ঃ ভাল ফসল ও সুখে শান্তিতে বসবাস করার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে শাড সুখ মেনসিম উৎসব পালন করা হয়। এর অর্থ হল মনের প্রশান্তির জন্য নৃত্য-শান্তির জন্য নাচ। খাসিরা কৃষিজীবি হওয়ায় ফসল তোলার পর বসন্তকালে নৃত্যসহকারে উৎসবটি পালন করা হত। উৎসবে নারী, পুরুষ-শিশু উভয়ে নানা রঙের ঐতিহ্যবাহী পোশাক পরে খালি মাঠে এই নৃত্য পরিবেশন করে। কুলাউড়ায় গতকাল ১৭ নভেম্বর রোববার দুপুরে মেঘাটিলা পুঞ্জিতে ইন্ডিজিনাস পিপলস ডেভলপমেন্ট সাভির্সেস (আই.পি.ডি.এস), কারিতাস ও পুঞ্জির খাসি আদিবাসীর যৌথ আয়োজনে জাকঁজমক শাড সুখ মেনসিম অনুষ্ঠান পালন করা হয়। সাপোর্ট টু ইন্ডিজিনাস পিপলস ইন প্লেইন ল্যান্ড ও প্রকল্প-অক্্রফাম বাংলাদেশ প্রোগ্রাম এর সহযোগিতায় অনুষ্ঠানের উদ্ধোধন করেন খাসি নেতা মিঃ বনিফাস খংলা। মিজ মনিকা খংলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাঃ সুধীর গমেজ, ও. এম. আই লক্ষীপুর মিশনের সহকারী পুরোহিত ফাঃ বাওয়েল ভ্যালেন্টাইন তালাং, আদিবাসী নেত্রী মিজ ফ্লোরা বাবলী তালাং, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সহসভাপতি মিঃ প্রত্যুশ আশাক্রা, অফিস ইনচার্জ মিঃ অরিজেন খংলা এবং আই.পি.ডি.এসের প্রকল্প সমন্বয়কারী মিঃ জয়ন্ত লরেন্স রাকসাম। অনুষ্ঠানে মিজ লিসি সুমের, রিগেন লাংছিয়াং এবং তৃষ্ণা রিছিলের যৌথ সঞ্চালনায় বিভিন্ন পুঞ্জির নৃত্যশিল্পীগণ দিন ব্যাপী নৃত্য পরিবেশন করেন। ঐতিহ্যবাহী এবং কালারফুল ড্রেস পরিধান করে বিভিন্ন পুঞ্জি থেকে আগত খাসি ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
কুলাউড়া প্রতিনিধি ঃ ভাল ফসল ও সুখে শান্তিতে বসবাস করার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে শাড সুখ মেনসিম উৎসব পালন করা হয়। এর অর্থ হল মনের প্রশান্তির জন্য নৃত্য-শান্তির জন্য নাচ। খাসিরা কৃষিজীবি হওয়ায় ফসল তোলার পর বসন্তকালে নৃত্যসহকারে উৎসবটি পালন করা হত। উৎসবে নারী, পুরুষ-শিশু উভয়ে নানা রঙের ঐতিহ্যবাহী পোশাক পরে খালি মাঠে এই নৃত্য পরিবেশন করে। কুলাউড়ায় গতকাল ১৭ নভেম্বর রোববার দুপুরে মেঘাটিলা পুঞ্জিতে ইন্ডিজিনাস পিপলস ডেভলপমেন্ট সাভির্সেস (আই.পি.ডি.এস), কারিতাস ও পুঞ্জির খাসি আদিবাসীর যৌথ আয়োজনে জাকঁজমক শাড সুখ মেনসিম অনুষ্ঠান পালন করা হয়। সাপোর্ট টু ইন্ডিজিনাস পিপলস ইন প্লেইন ল্যান্ড ও প্রকল্প-অক্্রফাম বাংলাদেশ প্রোগ্রাম এর সহযোগিতায় অনুষ্ঠানের উদ্ধোধন করেন খাসি নেতা মিঃ বনিফাস খংলা। মিজ মনিকা খংলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাঃ সুধীর গমেজ, ও. এম. আই লক্ষীপুর মিশনের সহকারী পুরোহিত ফাঃ বাওয়েল ভ্যালেন্টাইন তালাং, আদিবাসী নেত্রী মিজ ফ্লোরা বাবলী তালাং, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সহসভাপতি মিঃ প্রত্যুশ আশাক্রা, অফিস ইনচার্জ মিঃ অরিজেন খংলা এবং আই.পি.ডি.এসের প্রকল্প সমন্বয়কারী মিঃ জয়ন্ত লরেন্স রাকসাম। অনুষ্ঠানে মিজ লিসি সুমের, রিগেন লাংছিয়াং এবং তৃষ্ণা রিছিলের যৌথ সঞ্চালনায় বিভিন্ন পুঞ্জির নৃত্যশিল্পীগণ দিন ব্যাপী নৃত্য পরিবেশন করেন। ঐতিহ্যবাহী এবং কালারফুল ড্রেস পরিধান করে বিভিন্ন পুঞ্জি থেকে আগত খাসি ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কুলাউড়া অফিস :
মন্তব্য করুন