কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় আহত জরিনার পিএসসি পরীক্ষা অনিশ্চিত
প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী কুলাউড়া উপজেলার বন্দে আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী জরিনা বেগম (১৩)। এ ব্যাপারে জরিনার ভাই আযাদ মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা যায়, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর গ্রামের আব্দুল কাদিরের মেয়ে জরিনা বেগম (১৩) কে একই এলাকার দুস্কৃতিবাজ সোনালী ব্যাংক জুড়ী শাখার ৩য় শ্রেণীর কর্মচারী বাছির আলী ও তার গংরা গত ১৮ নভেম্বর সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে জরিনার বাড়ীতে এস দেশীয় অস্ত্র দিয়ে আহত জরিনা ও তার বাবাকে প্রানে হত্যার উদ্দেশ্যে মারপিট করার সময় এলাকাবাসী এগিয়ে আসলে বাছির আলী গংরা পালিয়ে যায়। বাছির আলী এলাকায় অনেক অপকর্মের সাথে জড়িত, নিজে সরকারী কর্মচারী, পত্রিকায় লিখে থানায় ডায়েরী করলে তার কিছু যায় আসেনা দম্ভোক্তি করে বলে বেড়ায় সেকথাও জানান এলাকার নিরীহ লোকজন। কুলাউড়া থানার ওসি (তদন্ত) জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী কুলাউড়া উপজেলার বন্দে আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী জরিনা বেগম (১৩)। এ ব্যাপারে জরিনার ভাই আযাদ মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা যায়, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর গ্রামের আব্দুল কাদিরের মেয়ে জরিনা বেগম (১৩) কে একই এলাকার দুস্কৃতিবাজ সোনালী ব্যাংক জুড়ী শাখার ৩য় শ্রেণীর কর্মচারী বাছির আলী ও তার গংরা গত ১৮ নভেম্বর সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে জরিনার বাড়ীতে এস দেশীয় অস্ত্র দিয়ে আহত জরিনা ও তার বাবাকে প্রানে হত্যার উদ্দেশ্যে মারপিট করার সময় এলাকাবাসী এগিয়ে আসলে বাছির আলী গংরা পালিয়ে যায়। বাছির আলী এলাকায় অনেক অপকর্মের সাথে জড়িত, নিজে সরকারী কর্মচারী, পত্রিকায় লিখে থানায় ডায়েরী করলে তার কিছু যায় আসেনা দম্ভোক্তি করে বলে বেড়ায় সেকথাও জানান এলাকার নিরীহ লোকজন। কুলাউড়া থানার ওসি (তদন্ত) জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। কুলাউড়া অফিস :
মন্তব্য করুন