বড়লেখায় ১৮ দলের অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা
অবরোধের প্রথম দিন ৩০ নভেম্বর শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকায় পুলিশ ও অবরোধকারীর মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি জামায়াতসহ সহযোগী অঙ্গসংগঠনের ২৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৬০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ১ ডিসেম্বর রোববার উপ পরিদর্শক (এসআই) ফিরুজ আহমদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এরা হলেন বাবুল (২২), সাইদুল ইসলাম (২০), তারেক সাইফুল (১৯), সাহাবুউদ্দিন (২৪) ও মুহিদ মিয়া (২২)। উল্লেখ্য, ৩০ নভেম্বর শনিবার দুপুরে বড়লেখা উপজেলার কাঁঠালতলী বাজারে পুলিশ ও অবরোধকারীর মধ্যে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
অবরোধের প্রথম দিন ৩০ নভেম্বর শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকায় পুলিশ ও অবরোধকারীর মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি জামায়াতসহ সহযোগী অঙ্গসংগঠনের ২৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৬০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ১ ডিসেম্বর রোববার উপ পরিদর্শক (এসআই) ফিরুজ আহমদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এরা হলেন বাবুল (২২), সাইদুল ইসলাম (২০), তারেক সাইফুল (১৯), সাহাবুউদ্দিন (২৪) ও মুহিদ মিয়া (২২)। উল্লেখ্য, ৩০ নভেম্বর শনিবার দুপুরে বড়লেখা উপজেলার কাঁঠালতলী বাজারে পুলিশ ও অবরোধকারীর মধ্যে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বড়লেখা প্রতিনিধি॥
মন্তব্য করুন