বড়লেখায় ১৮ দলের অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা

December 2, 2013,

অবরোধের প্রথম দিন ৩০ নভেম্বর শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকায় পুলিশ ও অবরোধকারীর মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি জামায়াতসহ সহযোগী অঙ্গসংগঠনের ২৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৬০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ১ ডিসেম্বর রোববার উপ পরিদর্শক (এসআই) ফিরুজ আহমদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এরা হলেন বাবুল (২২), সাইদুল ইসলাম (২০), তারেক সাইফুল (১৯), সাহাবুউদ্দিন (২৪) ও মুহিদ মিয়া (২২)। উল্লেখ্য, ৩০ নভেম্বর শনিবার দুপুরে বড়লেখা উপজেলার কাঁঠালতলী বাজারে পুলিশ ও অবরোধকারীর মধ্যে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
অবরোধের প্রথম দিন ৩০ নভেম্বর শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকায় পুলিশ ও অবরোধকারীর মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি জামায়াতসহ সহযোগী অঙ্গসংগঠনের ২৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৬০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ১ ডিসেম্বর রোববার উপ পরিদর্শক (এসআই) ফিরুজ আহমদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এরা হলেন বাবুল (২২), সাইদুল ইসলাম (২০), তারেক সাইফুল (১৯), সাহাবুউদ্দিন (২৪) ও মুহিদ মিয়া (২২)। উল্লেখ্য, ৩০ নভেম্বর শনিবার দুপুরে বড়লেখা উপজেলার কাঁঠালতলী বাজারে পুলিশ ও অবরোধকারীর মধ্যে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বড়লেখা প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com