শামিম জাপা প্রার্থী মনোনিত হওয়ায় বড়লেখায় জাতীয় পার্টির কর্মী সভা-গুজবে কান না দেয়ার আহবান

December 2, 2013,

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে জুড়ী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম শামিম জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী নির্বাচিত হওয়ায় গতকাল ১ ডিসেম্বর রোববার বিকেলে দুই উপজেলা জাপা বিশেষ কর্মী সভা করেছে। বড়লেখা জাপা আহবায়ক অ্যাডভোকেট আফজল হোসেনের সভাপতিত্বে জলি ম্যানশনে অনুষ্ঠিত সভায় কোন গুজবে কান না দিতে নেতাকর্মীদের আহবান করা হয়। সভায় জানানো হয় মৌলভীবাজার-১ আসনে পার্টি চেয়ারম্যান হোসেইন মোহম্মদ এরশাদের নির্দেশ মোতাবেক পার্লামেন্টারি বোর্ড জুড়ী উপজেলা জাপার আহবায়ক অ্যাডভোকেট মাহবুব আলম শামিমকে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনীত করে। এ খবরে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীর মধ্যে যখন আনন্দের বন্যা বইতে শুরু করে তখন গুজব ছড়ানো হয় মাহবুব আলম শামিমকে মৌলভীবাজার-১ নির্বাচনী আসন হতে মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসনে স্থানান্তর করা হয়েছে। এতে জাপা পরিবারে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি পরিস্কার করতেই বিশেষ কর্মী সভা ডেকে খবরটি গুজব বলে দাবী করা হয়। বড়লেখা উপজেলা জাপার সদস্য সচিব অনুকুল দেবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর জাপার আহবায়ক সুনাম উদ্দিন, যুগ্ম আহবায়ক তারেক আহমদ, বর্নী ইউপি জাপা সভাপতি হাজী সউর উদ্দিন, উত্তর শাহবাজপুর জাপা ইউপি সভাপতি সুরুজ আলী, সুজানগর ইউপি জাপা সভাপতি আমিনুল ইসলাম সিপার, উপজেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, দক্ষিণ শাহবাজপুর ইউপি জাপা সম্পাদক ডা: জসিম উদ্দিন, পশ্চিম জুড়ী ইউপি জাপা সভাপতি মাসুক মিয়া, জুড়ী সদর ইউপি জাপা সভাপতি আব্দুল মানিক আর্মি, জাপা নেতা মুক্তিযোদ্ধা আকবর আলী, জুড়ী উপজেলা ওলামা পার্টির সভাপতি আব্দুল হক জিহাদি, বড়লেখা উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক ফরাশ উদ্দিন রাজু, ছাত্র সমাজ জেলা আহবায়ক রাজু আহমদ রাজা, মীর মুজিব, জহির রায়হান, বারিক আহমদ প্রমুখ।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে জুড়ী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম শামিম জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী নির্বাচিত হওয়ায় গতকাল ১ ডিসেম্বর রোববার বিকেলে দুই উপজেলা জাপা বিশেষ কর্মী সভা করেছে। বড়লেখা জাপা আহবায়ক অ্যাডভোকেট আফজল হোসেনের সভাপতিত্বে জলি ম্যানশনে অনুষ্ঠিত সভায় কোন গুজবে কান না দিতে নেতাকর্মীদের আহবান করা হয়। সভায় জানানো হয় মৌলভীবাজার-১ আসনে পার্টি চেয়ারম্যান হোসেইন মোহম্মদ এরশাদের নির্দেশ মোতাবেক পার্লামেন্টারি বোর্ড জুড়ী উপজেলা জাপার আহবায়ক অ্যাডভোকেট মাহবুব আলম শামিমকে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনীত করে। এ খবরে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীর মধ্যে যখন আনন্দের বন্যা বইতে শুরু করে তখন গুজব ছড়ানো হয় মাহবুব আলম শামিমকে মৌলভীবাজার-১ নির্বাচনী আসন হতে মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসনে স্থানান্তর করা হয়েছে। এতে জাপা পরিবারে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি পরিস্কার করতেই বিশেষ কর্মী সভা ডেকে খবরটি গুজব বলে দাবী করা হয়। বড়লেখা উপজেলা জাপার সদস্য সচিব অনুকুল দেবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর জাপার আহবায়ক সুনাম উদ্দিন, যুগ্ম আহবায়ক তারেক আহমদ, বর্নী ইউপি জাপা সভাপতি হাজী সউর উদ্দিন, উত্তর শাহবাজপুর জাপা ইউপি সভাপতি সুরুজ আলী, সুজানগর ইউপি জাপা সভাপতি আমিনুল ইসলাম সিপার, উপজেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, দক্ষিণ শাহবাজপুর ইউপি জাপা সম্পাদক ডা: জসিম উদ্দিন, পশ্চিম জুড়ী ইউপি জাপা সভাপতি মাসুক মিয়া, জুড়ী সদর ইউপি জাপা সভাপতি আব্দুল মানিক আর্মি, জাপা নেতা মুক্তিযোদ্ধা আকবর আলী, জুড়ী উপজেলা ওলামা পার্টির সভাপতি আব্দুল হক জিহাদি, বড়লেখা উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক ফরাশ উদ্দিন রাজু, ছাত্র সমাজ জেলা আহবায়ক রাজু আহমদ রাজা, মীর মুজিব, জহির রায়হান, বারিক আহমদ প্রমুখ। বড়লেখা প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com