কমলগঞ্জে নাশকতার সাথে জড়িত সন্দেহে এক হেফাজত নেতা গ্রেফতার
সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসাবে নাশকতার সাথে জড়িত সন্দেহে মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশ এক হেফাজত নেতাকে গ্রেফতার করে। ৩০ নভেম্বর শনিবার দিবাগত রাত ২টায় রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের নিজ বাড়ি থেকে কমলগঞ্জ থানার পুলিশ এই হেফাজত নেতাকে গ্রেফতার করে। জানা যায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক ও খেলাফত মজলিস কমলগঞ্জের যুগ্ম সম্পাদক মাওলানা লুৎফুর রহমান ওরফে জাকারিয়া মাওলানাকে গ্রেফতার করা হয়। কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাওলানা লুৎফুর রহমান ওরফে জাকারিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে আমরা সহযোগিতা করেছি। তাছাড়া মাওলানা লুৎফুর রহমান ওরফে জাকারিয়ার বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলনের সময় নাশকতা পরিকল্পনাকারী। সন্দেহ করা হচ্ছে তিনি জঙ্গী সংগঠনের সাথেও জড়িত। এ জন্য তাকে গ্রেফতার করা হয়। রোববার বিকালে গ্রেফতারকৃত মাওলানা লুৎফুরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে গ্রেফতার হওয়া মাওলানা লুৎফুরের পরিবার অভিযোগ করে জানায়, ১৮ দলীয় জোটের কর্মী হিসাবে সে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিল। তা ছাড়া ২০১২ সনে মুন্সীবাজার ইউনিয়নে সার্কাসের নামে বেহায়াপনার বিরুদ্ধে সে (মাওলানা লুৎফুর) আন্দোলন করেছিল। এজন্য শুধুমাত্র রাজনৈতিক কারণে বর্তমান ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার ঈন্ধনে শনিবার রাতে মাওলানা লুৎফুরকে গ্রেফতার করা হয়েছে।
সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসাবে নাশকতার সাথে জড়িত সন্দেহে মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশ এক হেফাজত নেতাকে গ্রেফতার করে। ৩০ নভেম্বর শনিবার দিবাগত রাত ২টায় রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের নিজ বাড়ি থেকে কমলগঞ্জ থানার পুলিশ এই হেফাজত নেতাকে গ্রেফতার করে। জানা যায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক ও খেলাফত মজলিস কমলগঞ্জের যুগ্ম সম্পাদক মাওলানা লুৎফুর রহমান ওরফে জাকারিয়া মাওলানাকে গ্রেফতার করা হয়। কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাওলানা লুৎফুর রহমান ওরফে জাকারিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে আমরা সহযোগিতা করেছি। তাছাড়া মাওলানা লুৎফুর রহমান ওরফে জাকারিয়ার বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলনের সময় নাশকতা পরিকল্পনাকারী। সন্দেহ করা হচ্ছে তিনি জঙ্গী সংগঠনের সাথেও জড়িত। এ জন্য তাকে গ্রেফতার করা হয়। রোববার বিকালে গ্রেফতারকৃত মাওলানা লুৎফুরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে গ্রেফতার হওয়া মাওলানা লুৎফুরের পরিবার অভিযোগ করে জানায়, ১৮ দলীয় জোটের কর্মী হিসাবে সে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিল। তা ছাড়া ২০১২ সনে মুন্সীবাজার ইউনিয়নে সার্কাসের নামে বেহায়াপনার বিরুদ্ধে সে (মাওলানা লুৎফুর) আন্দোলন করেছিল। এজন্য শুধুমাত্র রাজনৈতিক কারণে বর্তমান ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার ঈন্ধনে শনিবার রাতে মাওলানা লুৎফুরকে গ্রেফতার করা হয়েছে। কমলগঞ্জ প্রতিনিধি॥
মন্তব্য করুন