শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগান এলাকায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

December 3, 2013,

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শিল্পাঞ্চল এলাকার ফিনলে টি কোম্পানীর ভাড়াউড়া চা বাগান এলাকায় আনসার আলী (৩২) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত ২ ডিসেম্বর সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল শহর থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাড়াউড়া চা বাগানের এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের বাড়ী শ্রীমঙ্গল শহরতলীর খাসগাঁও গ্রামের আশরাফ আলীর পুত্র। পুলিশ মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক ওমর ফারুক মুঠোফোনে বলেন, কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। কি কারনে হত্যা করা হয়েছে তদন্ত ছাড়াই কোন কিছু বলা সম্ভব না। তবে নিহত ব্যাক্তি একজন অটো রিকসা চালক। প্রসঙ্গত ইদানিং কালে শ্রীমঙ্গল উপজেলায় প্রতিনিয়ত চুরি,ডাকাতি, খুন-খারাবি ঘটনায় স্থানীয় প্রসাশনের ভূমিকা নিয়ে সচেতন মহল প্রশ্ন বৃদ্ধ। বিশেষ করে শ্রীমঙ্গল ব্যবাসায়ী সমিতির সাবেক সভাপতি মনসুর বক্ত চৌধুরী র্দর্বৃত্তের হামলায় গুরুতর আহতবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ১০/১২ দিন আগে দিন দুপুরে উপজেলা প্রসাশনের কার্যালয়ের সামনে থেকে জামে মসজিদের সামনে থেকে পৌর শহর থেকে প্রায় ১২টি মটর সাইকেল চুরি ঘটনা ঘটেছে। এসব কারনে উপজেলা জুড়েই মানুষের মনে আতংক বিরাজ করছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শিল্পাঞ্চল এলাকার ফিনলে টি কোম্পানীর ভাড়াউড়া চা বাগান এলাকায় আনসার আলী (৩২) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত ২ ডিসেম্বর সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল শহর থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাড়াউড়া চা বাগানের এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের বাড়ী শ্রীমঙ্গল শহরতলীর খাসগাঁও গ্রামের আশরাফ আলীর পুত্র। পুলিশ মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক ওমর ফারুক মুঠোফোনে বলেন, কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। কি কারনে হত্যা করা হয়েছে তদন্ত ছাড়াই কোন কিছু বলা সম্ভব না। তবে নিহত ব্যাক্তি একজন অটো রিকসা চালক। প্রসঙ্গত ইদানিং কালে শ্রীমঙ্গল উপজেলায় প্রতিনিয়ত চুরি,ডাকাতি, খুন-খারাবি ঘটনায় স্থানীয় প্রসাশনের ভূমিকা নিয়ে সচেতন মহল প্রশ্ন বৃদ্ধ। বিশেষ করে শ্রীমঙ্গল ব্যবাসায়ী সমিতির সাবেক সভাপতি মনসুর বক্ত চৌধুরী র্দর্বৃত্তের হামলায় গুরুতর আহতবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ১০/১২ দিন আগে দিন দুপুরে উপজেলা প্রসাশনের কার্যালয়ের সামনে থেকে জামে মসজিদের সামনে থেকে পৌর শহর থেকে প্রায় ১২টি মটর সাইকেল চুরি ঘটনা ঘটেছে। এসব কারনে উপজেলা জুড়েই মানুষের মনে আতংক বিরাজ করছে। শ্রীমঙ্গল প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com