ইনুর উপর হামলার প্রতিবাদে কুলাউড়ায় জাসদ ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া : শহর জুড়ে উত্তেজনা

December 3, 2013,

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনুর বাসায় হামলার প্রতিবাদে জাসদ ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিল ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে শহর জুড়ে উত্তেজনা ও দলীয় নেতাকর্মীদের মাঝে আতংক দেখা দিয়েছে। পুলিশি কঠোর নিরাপত্তার কারনে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। জানা যায় জাসদ ছাত্রলীগের একাংশের সভাপতি বাবেল ও সম্পাদক জাকিরের নেতৃত্বে গতকাল মঙ্গলবার রাতে এক বিক্ষোভ মিছিল কুলাউড়া চৌমূহনী অতিক্রম করে উত্তর বাজার প্রবেশ করা মাত্র উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদ রাসেলের নেতৃত্বাধীন দলীয় নেতাকর্মী তাদেরকে ধাওয়া দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে শহর থেকে তাড়িয়ে দেয়। সংঘর্ষের খবর পেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামছুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইন্চার্জ হাসানুজ্জামান, ওসি (তদন্ত) দিলীপ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পরে পুলিশি বাধা উপেক্ষা করে জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদ রাসেলের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল কুলাউড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য ছাত্রলীগের উপজেলা কমিটি নিয়ে জাসদের সিনিয়র নেতাদের ইন্দনে চললেও প্রকাশ্যে রাজপথে আসছেন না ইন্দন কারী সিনিয়র নেতারা। কাগজে পত্রে কমিটির বৈধ্যতা নিয়ে অনেকে অনেক কথা বললেও কুলাউড়ার রাজপথ রয়েছে হাসান আহমদ রাসেল এর নেতৃত্বাধীন দলীয় নেতাকর্মীদের দখলে। ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধ মেটাতে সিনিয়র নেতাদের মধ্যে ফোনআলাপ চলছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনুর বাসায় হামলার প্রতিবাদে জাসদ ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিল ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে শহর জুড়ে উত্তেজনা ও দলীয় নেতাকর্মীদের মাঝে আতংক দেখা দিয়েছে। পুলিশি কঠোর নিরাপত্তার কারনে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। জানা যায় জাসদ ছাত্রলীগের একাংশের সভাপতি বাবেল ও সম্পাদক জাকিরের নেতৃত্বে গতকাল মঙ্গলবার রাতে এক বিক্ষোভ মিছিল কুলাউড়া চৌমূহনী অতিক্রম করে উত্তর বাজার প্রবেশ করা মাত্র উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদ রাসেলের নেতৃত্বাধীন দলীয় নেতাকর্মী তাদেরকে ধাওয়া দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে শহর থেকে তাড়িয়ে দেয়। সংঘর্ষের খবর পেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামছুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইন্চার্জ হাসানুজ্জামান, ওসি (তদন্ত) দিলীপ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পরে পুলিশি বাধা উপেক্ষা করে জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদ রাসেলের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল কুলাউড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য ছাত্রলীগের উপজেলা কমিটি নিয়ে জাসদের সিনিয়র নেতাদের ইন্দনে চললেও প্রকাশ্যে রাজপথে আসছেন না ইন্দন কারী সিনিয়র নেতারা। কাগজে পত্রে কমিটির বৈধ্যতা নিয়ে অনেকে অনেক কথা বললেও কুলাউড়ার রাজপথ রয়েছে হাসান আহমদ রাসেল এর নেতৃত্বাধীন দলীয় নেতাকর্মীদের দখলে। ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধ মেটাতে সিনিয়র নেতাদের মধ্যে ফোনআলাপ চলছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র। কুলাউড়া অফিস॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com