কুলাউড়ায় এক ট্রাক চা পাতা : পাচারকালে ইউপি সদস্যসহ আটক-২

September 1, 2013,

কুলাউড়ায় ১ সেপ্টেম্বর সন্ধ্যায় চোরইকৃত চা পাতা পাচারকালে সিনিয়র এএসপি (সার্কেল) মো: আলমগীর হোসেন পিপিএম’র নেতৃত্বে শমসের নগর থেকে পাচার হয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাজারের মিশন ও লোহাইউনী চা বাগানের মাঝামাঝি স্থান থেকে ইউপি সদস্য ও চালকসহ ট্রাক ভর্তি চা পাতা আটক করা হয়। কুলাউড়া থানা পুলিশ সূত্র জানা যায়, সিনিয়র এএসপি (সার্কেল) মো: আলমগীর হোসেন পিপিএম’র নেতৃত্বে একদল পুলিশ ডিউটি থেকে ফেরার পথে একটি চা পাতাবাহী ট্রাককে সন্দেহ হলে চ্যালেঞ্জ করেন। এসময় ট্রাকে বসা শমসেরনগর ইউপি’র ৫নং ওয়ার্ড সদস্য মো: আবু বক্কর এবং চালক কয়ছর আহমদসহ ট্রাক নং- মৌলভীবাজার ড-১১-০৫১৫ কে আটক করা হয়। গাড়িতে প্রায় ৪ হাজার কেজি চা পাতা বহন করে নেয়া হচ্ছিল বলে জানা গেছে। কুলাউড়া সিরাজ নগর চা বাগানের টিলা বাবু মোক্তাদির হোসেন মনা জানান, কাঁচাপাতার বর্তমান বাজার মূল্য ৭০/৮০ টাকা । আটককৃত চাপাতার দাম প্রায় ৩ লক্ষ টাকা । সিনিয়র এএসপি (সার্কেল) মো: আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা এব্যাপারে বিভিন্ন বাগানের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি, এ রকম চুরি রোধে চা বাগানের ম্যানেজারদের সাথে বসে আলাপ করেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জব্দকৃত চা পাতা অকশন দেওয়া হবে। আটককৃত ইউপি সদস্য বৈধ কোনও কাগজ পত্র দেখাতে নাপারায় তাকে ও ট্রাক চালককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানা অফিসার ইনচার্য (ওসি) হাসানুজ্জামান ।
কুলাউড়ায় ১ সেপ্টেম্বর সন্ধ্যায় চোরইকৃত চা পাতা পাচারকালে সিনিয়র এএসপি (সার্কেল) মো: আলমগীর হোসেন পিপিএম’র নেতৃত্বে শমসের নগর থেকে পাচার হয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাজারের মিশন ও লোহাইউনী চা বাগানের মাঝামাঝি স্থান থেকে ইউপি সদস্য ও চালকসহ ট্রাক ভর্তি চা পাতা আটক করা হয়। কুলাউড়া থানা পুলিশ সূত্র জানা যায়, সিনিয়র এএসপি (সার্কেল) মো: আলমগীর হোসেন পিপিএম’র নেতৃত্বে একদল পুলিশ ডিউটি থেকে ফেরার পথে একটি চা পাতাবাহী ট্রাককে সন্দেহ হলে চ্যালেঞ্জ করেন। এসময় ট্রাকে বসা শমসেরনগর ইউপি’র ৫নং ওয়ার্ড সদস্য মো: আবু বক্কর এবং চালক কয়ছর আহমদসহ ট্রাক নং- মৌলভীবাজার ড-১১-০৫১৫ কে আটক করা হয়। গাড়িতে প্রায় ৪ হাজার কেজি চা পাতা বহন করে নেয়া হচ্ছিল বলে জানা গেছে। কুলাউড়া সিরাজ নগর চা বাগানের টিলা বাবু মোক্তাদির হোসেন মনা জানান, কাঁচাপাতার বর্তমান বাজার মূল্য ৭০/৮০ টাকা । আটককৃত চাপাতার দাম প্রায় ৩ লক্ষ টাকা । সিনিয়র এএসপি (সার্কেল) মো: আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা এব্যাপারে বিভিন্ন বাগানের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি, এ রকম চুরি রোধে চা বাগানের ম্যানেজারদের সাথে বসে আলাপ করেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জব্দকৃত চা পাতা অকশন দেওয়া হবে। আটককৃত ইউপি সদস্য বৈধ কোনও কাগজ পত্র দেখাতে নাপারায় তাকে ও ট্রাক চালককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানা অফিসার ইনচার্য (ওসি) হাসানুজ্জামান । কুলাউড়া অফিস॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com