১৮ দলীয় জোট ও বিএনপির একাংশ হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে
মৌলভীবাজারে ৬০ ঘন্টা হরতালের শেষ দিন বুধবার ১৮ দলের ব্যানারে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করে বিএনপি-জামাত। ৬ নভেম্বর বুধবার দূপুর আড়াইটার সময় চৌমুহনা থেকে মিছিল বের করে পশ্চিম বাজার চৌরাস্থায় গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন ১৮ দলীয় জোটের আহবায়ক এম নাসের রহমান, জেলা জামায়েতের আমীর আব্দুল মান্নান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মুকিত প্রমুখ। অপর দিকে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বিএনপির একাংশ হরতালের সর্মথনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। দূপুর ১টায় চৌমুহনা এলাকা থেকে মিছিল বের করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির একাংশের নেতা ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, মিজানুর রহমান মিজান, স্বাগত কিশোর দাস চৌধুরী প্রমূখ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও জেলার সকল উপজেলায় শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে।
মৌলভীবাজারে ৬০ ঘন্টা হরতালের শেষ দিন বুধবার ১৮ দলের ব্যানারে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করে বিএনপি-জামাত। ৬ নভেম্বর বুধবার দূপুর আড়াইটার সময় চৌমুহনা থেকে মিছিল বের করে পশ্চিম বাজার চৌরাস্থায় গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন ১৮ দলীয় জোটের আহবায়ক এম নাসের রহমান, জেলা জামায়েতের আমীর আব্দুল মান্নান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মুকিত প্রমুখ। অপর দিকে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বিএনপির একাংশ হরতালের সর্মথনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। দূপুর ১টায় চৌমুহনা এলাকা থেকে মিছিল বের করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির একাংশের নেতা ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, মিজানুর রহমান মিজান, স্বাগত কিশোর দাস চৌধুরী প্রমূখ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও জেলার সকল উপজেলায় শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন