বাছাইয়ের শেষ দিনে মৌলভীবাজারের ২টি আসনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল
মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন অফিস। মৌলভীবাজার-রাজনগর ৩, সদর আসনে স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ ঋণ খেলাপী অভিযোগে, মৌলভীবাজার-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করা এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান চৌধুরী মৃত ব্যক্তির ভূয়া স্বাক্ষর দিয়ে মনোনয়নপত্র দাখিল করার দায়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ জেলা নির্বাচন অফিস পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে এটাই স্বাভাবিক এবং গণতন্ত্রের দর্শন। তিনি বলেন, যে দল মনোনয়নপত্র দাখিলের পর নির্বাচন বয়কট বা বর্জন করে তাদের জনগনের রায়ের প্রতি শ্রদ্ধাবোধ আছে কি না সেটা বিবেচ্য বিষয়। নির্বাচন নিয়ে এখন নেতিবাচক সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনকে অর্থবহ ও কার্যকর করার জন্য তাদের দায়িত্ব পালন করা উচিত। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে এবং সে অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, কোন কূটনীতিক কি বললেন সেটা রাজনৈতিক দলগুলোর বিবেচ্য বিষয় নয়।
মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন অফিস। মৌলভীবাজার-রাজনগর ৩, সদর আসনে স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ ঋণ খেলাপী অভিযোগে, মৌলভীবাজার-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করা এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান চৌধুরী মৃত ব্যক্তির ভূয়া স্বাক্ষর দিয়ে মনোনয়নপত্র দাখিল করার দায়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ জেলা নির্বাচন অফিস পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে এটাই স্বাভাবিক এবং গণতন্ত্রের দর্শন। তিনি বলেন, যে দল মনোনয়নপত্র দাখিলের পর নির্বাচন বয়কট বা বর্জন করে তাদের জনগনের রায়ের প্রতি শ্রদ্ধাবোধ আছে কি না সেটা বিবেচ্য বিষয়। নির্বাচন নিয়ে এখন নেতিবাচক সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনকে অর্থবহ ও কার্যকর করার জন্য তাদের দায়িত্ব পালন করা উচিত। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে এবং সে অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, কোন কূটনীতিক কি বললেন সেটা রাজনৈতিক দলগুলোর বিবেচ্য বিষয় নয়। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন