জামায়াতের ডাকা হরতালে বড়লেখা অচল
জামায়াত নেতা আবদুল কাদের মোল্ল¬¬ার ফাঁসির প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ, রতুলী, সুজানগর, কাঁঠালতলী, বড়লেখা সদর, অফিসবাজার, শাহবাজপুর বাজার, দৌলতপুর বাজার, দাসেরবাজার, কানোনগো বাজার এলাকায় বুধবার ভোর থেকে হরতালের সমর্থনে পিকেটিং, মোটর সাইকেল শোডাউন, মিছিল, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে জামায়াত-শিবিরকর্মীরা। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গত মঙ্গলবার রাতে আবদুল কাদের মোল¬¬ার ফাঁসির ফাঁসির ঘোষণায় উপজেলার প্রতিটি এলাকায় জামায়াত-শিবির কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং পরবর্তীতে চেম্বার জজের আদেশে ফাঁসি স্থগিত হলে সর্বত্র আনন্দ মিছিল করেন স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার কাঁঠালতলী থেকে শুরু করে দক্ষিণভাগ বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় ১১টি গাছ কেটে সড়ক বন্ধ করে রাখা হয়। ফলে জেলা সদরের সাথে এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহবান জানিয়ে উপজেলার বিভিন্ন স্থানে সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাও: আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সম্পাদক ফয়ছল আহমদ, পৌর জামায়াতের আমীর খিজির আহমদ, শিবির সভাপতি জুবায়ের আহমদ, শিবির (দক্ষিণ) সভাপতি নাজিম উদ্দিন, শিবির (উত্তর) সভাপতি আব্দুল বাছিত প্রমুখ।
জামায়াত নেতা আবদুল কাদের মোল্ল¬¬ার ফাঁসির প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ, রতুলী, সুজানগর, কাঁঠালতলী, বড়লেখা সদর, অফিসবাজার, শাহবাজপুর বাজার, দৌলতপুর বাজার, দাসেরবাজার, কানোনগো বাজার এলাকায় বুধবার ভোর থেকে হরতালের সমর্থনে পিকেটিং, মোটর সাইকেল শোডাউন, মিছিল, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে জামায়াত-শিবিরকর্মীরা। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গত মঙ্গলবার রাতে আবদুল কাদের মোল¬¬ার ফাঁসির ফাঁসির ঘোষণায় উপজেলার প্রতিটি এলাকায় জামায়াত-শিবির কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং পরবর্তীতে চেম্বার জজের আদেশে ফাঁসি স্থগিত হলে সর্বত্র আনন্দ মিছিল করেন স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার কাঁঠালতলী থেকে শুরু করে দক্ষিণভাগ বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় ১১টি গাছ কেটে সড়ক বন্ধ করে রাখা হয়। ফলে জেলা সদরের সাথে এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহবান জানিয়ে উপজেলার বিভিন্ন স্থানে সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাও: আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সম্পাদক ফয়ছল আহমদ, পৌর জামায়াতের আমীর খিজির আহমদ, শিবির সভাপতি জুবায়ের আহমদ, শিবির (দক্ষিণ) সভাপতি নাজিম উদ্দিন, শিবির (উত্তর) সভাপতি আব্দুল বাছিত প্রমুখ। বড়লেখা প্রতিনিধি॥
মন্তব্য করুন