মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা

December 24, 2013,

মৌলভীবাজার সদর উপজেলায় চাঁদনীঘাট এলাকার মনু নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় দুজনকে কারদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ ডিসেম্বর সোমবার বিকেল ভ্রাম্যমাণ আদালতের বিচারক মু. মাহমুদ উল্লা মারুফ এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে মো: সিরাজ মিয়া (৪৮) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকার আইয়ুব আলীর ছেলে কাজল মিয়া (২৪)। আদালত সূত্র জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার মনু নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সময় দুইজনকে হাতানাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ৫০হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: মাহমুদ উল্লা মারুফ বিষয়টি নিশ্চিত করে জানান,তাদেরকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ ৪এর (খ) ধারা লংঘন করার অপরাধে একই ধারা ১৫(১) আইনে এ রায় দেওয়া হয়।
মৌলভীবাজার সদর উপজেলায় চাঁদনীঘাট এলাকার মনু নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় দুজনকে কারদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ ডিসেম্বর সোমবার বিকেল ভ্রাম্যমাণ আদালতের বিচারক মু. মাহমুদ উল্লা মারুফ এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে মো: সিরাজ মিয়া (৪৮) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকার আইয়ুব আলীর ছেলে কাজল মিয়া (২৪)। আদালত সূত্র জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার মনু নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সময় দুইজনকে হাতানাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ৫০হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: মাহমুদ উল্লা মারুফ বিষয়টি নিশ্চিত করে জানান,তাদেরকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ ৪এর (খ) ধারা লংঘন করার অপরাধে একই ধারা ১৫(১) আইনে এ রায় দেওয়া হয়। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com