কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধে দুই সহোদর নিহত

December 24, 2013,

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কুপে নিহত হয়েছেন দুই ভাই। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে। আহত অপর ৪ জন পুলিশ হেফাজতে কুলাউড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। পুলিশ গভীর রাতে আহত অবস্থায় ৮ জনকে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মাসুক মিয়া ও আলফু মিয়া নামক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের মৃত জয়াদ উল্লার দুই ছেলে মাসুক মিয়া (৪৫) ও আলফু মিয়া (৪০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতার জের ধরে দিঘলকান্দি গ্রামের সুন্দর আলী গংরা সোমবার দিবাগত রাত ১২ টায় ঘর তৈরী করে জমি দখল করতে গেলে অপর পক্ষ আলফু মিয়া ও মাসুক মিয়া বাঁধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উক্ত ঘটনা ঘটে। কুলাউড়া হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে দিঘলকান্দি গ্রামের মৃত মহরম আলীর ৩ ছেলে সুন্দর আলী (৪০). সোহেল মিয়া (৩০) ও সিকন্দর আলী (২৮) এবং একই গ্রামের আরমান আলীর স্ত্রী ফুলভী বিবি (৬০)। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে একই গ্রামের মৃত আকরব আলীর স্ত্রী আকলিমা বেগম (৫৬) ও সুন্দর আলীর মেয়ে নাছিমা বেগম (১৫ কে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় পুলিশ লাশ দু’টো ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কুপে নিহত হয়েছেন দুই ভাই। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে। আহত অপর ৪ জন পুলিশ হেফাজতে কুলাউড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। পুলিশ গভীর রাতে আহত অবস্থায় ৮ জনকে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মাসুক মিয়া ও আলফু মিয়া নামক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের মৃত জয়াদ উল্লার দুই ছেলে মাসুক মিয়া (৪৫) ও আলফু মিয়া (৪০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতার জের ধরে দিঘলকান্দি গ্রামের সুন্দর আলী গংরা সোমবার দিবাগত রাত ১২ টায় ঘর তৈরী করে জমি দখল করতে গেলে অপর পক্ষ আলফু মিয়া ও মাসুক মিয়া বাঁধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উক্ত ঘটনা ঘটে। কুলাউড়া হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে দিঘলকান্দি গ্রামের মৃত মহরম আলীর ৩ ছেলে সুন্দর আলী (৪০). সোহেল মিয়া (৩০) ও সিকন্দর আলী (২৮) এবং একই গ্রামের আরমান আলীর স্ত্রী ফুলভী বিবি (৬০)। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে একই গ্রামের মৃত আকরব আলীর স্ত্রী আকলিমা বেগম (৫৬) ও সুন্দর আলীর মেয়ে নাছিমা বেগম (১৫ কে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় পুলিশ লাশ দু’টো ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এইচ ডি রুবেল॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com