রাজনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতির পদত্যাগ ত্রিভঙ্গঁ জাতীয় পার্টির দায়িত্ব নিতে কেউ রাজি নয়

December 29, 2013,

রাজনগর উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির জেলা সভাপতি নবাব আলী আব্বাস (এমপি) ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিনের বরাবর এক অব্যাহতি পত্রের মাধ্যমে তিনি পদত্যাগ করেন। এ ব্যাপারে পদত্যাগী ডাঃ আব্দুল লতিফ জানান, নিজের শারীরিক অক্ষমতা ও জাতীয় পর্যায়ে দলের দুরবস্থা হেতু এ মুহুর্তে দলের এ দায়িত্ব পালন করা তার পক্ষে মোটেও সম্ভব হচ্ছে না। সার্বিক বিষয় বিবেচনা করেই দলের বিধান অনুযায়ী জেলা সভাপতি ও সম্পাদক বরাবর পদত্যাগ পত্র দাখিলের মাধ্যমে তিনি পদত্যাগ করেছেন বলে জানান। এ ব্যাপারে জেলা সাধারন সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন জানান, ডাঃ আব্দুল লতিফের আবেদনের প্রেক্ষিতে গত ৭ ডিসেম্বরের দলীয় সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে রাজনগরের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত রাজনগর জাতীয় পার্টির দায়িত্ব কাউকে দিতে পারিনি। সহ সভাপতি অধ্যাপক রকিব উদ্দিন সহ কয়েক জনকে প্রস্তাব করলেও কেউই দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না। সভাপতির দায়িত্ব নতুন কাউকে দেবার চেষ্টা চলছে।
রাজনগর উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির জেলা সভাপতি নবাব আলী আব্বাস (এমপি) ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিনের বরাবর এক অব্যাহতি পত্রের মাধ্যমে তিনি পদত্যাগ করেন। এ ব্যাপারে পদত্যাগী ডাঃ আব্দুল লতিফ জানান, নিজের শারীরিক অক্ষমতা ও জাতীয় পর্যায়ে দলের দুরবস্থা হেতু এ মুহুর্তে দলের এ দায়িত্ব পালন করা তার পক্ষে মোটেও সম্ভব হচ্ছে না। সার্বিক বিষয় বিবেচনা করেই দলের বিধান অনুযায়ী জেলা সভাপতি ও সম্পাদক বরাবর পদত্যাগ পত্র দাখিলের মাধ্যমে তিনি পদত্যাগ করেছেন বলে জানান। এ ব্যাপারে জেলা সাধারন সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন জানান, ডাঃ আব্দুল লতিফের আবেদনের প্রেক্ষিতে গত ৭ ডিসেম্বরের দলীয় সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে রাজনগরের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত রাজনগর জাতীয় পার্টির দায়িত্ব কাউকে দিতে পারিনি। সহ সভাপতি অধ্যাপক রকিব উদ্দিন সহ কয়েক জনকে প্রস্তাব করলেও কেউই দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না। সভাপতির দায়িত্ব নতুন কাউকে দেবার চেষ্টা চলছে। রাজনগর প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com