২১ মে বৃটেনের কার্ডিফে হাইকমিশনের কনসূলার সার্ভিস হচ্ছে : কমিউনিটির সহযোগিতা কামনা
মকিস মনসুর॥ দীর্ঘ প্রতীক্ষার পর ২১ মে বৃটেনের কার্ডিফে হাইকমিশনের কনসূলার সার্ভিস চালু হচ্ছে, এই সংবাদে সমগ্র কার্ডিফ তথা ওয়েলস বাংলাদেশ কমিউনিটির মধ্যে দেখা দিয়েছে আনন্দের বন্যা। মেসেজ, ইমেইল, ওয়াটসআপ ও ফেইসবুক পেইজ সহ নিউপোর্ট, সোয়ানসী ও কার্ডিফের বিভিন্ন মসজিদ ও সেন্টারে গত শুক্রবার কমিউনিটির সহযোগিতা কামনা করে এই সুখবরের ঘোষনা দেওয়া হয়েছে। সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বৃটেনের বাংলাদেশ হাইকমিশন বার্মিংহামের সহকারী অফিস থেকে ২১মে ২০১৭ সকাল ১০টা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত কার্ডিফের গ্রেঞ্জটাউনের দি হাভ, হাভেলক প্লেইস, সি এফ ১১ ৬পি এ, এই টিকানায়(The Assistant High Commission of Bangladesh in Birmingham has decided to hold a Consular surgery at CARDIFF on Sunday, 21 May 2017 at Grangetown Hub, Havelock Place, CF11 6PA.)বৃটেনের কার্ডিফে কনসূলার সার্ভিস প্রদান করা হবে।
উক্ত কনসূলার সার্ভিসে বার্মিংহামের সহকারী হাইকমিশনার হিজএকেলেন্সী মোহাম্মদ জুলকার নায়েন এর নেতৃত্বে হাইকমিশনের অন্যান্য অফিসারসবৃন্দ উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন