জুড়ীতে জাতীয় পতাকা তৈরিতে নিষেধাজ্ঞা
মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরে জাতীয় পতাকা তৈরিতে পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। টেইলারগণ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে দুই কনস্টেবলসহ এক পুলিশ কর্মকর্তা শহরের সকল টেইলারিংয়ের দোকানে ঘুরে ঘুরে তাঁদের নাম-ঠিকানা লিখে নেন এবং জাতীয় পতাকা তৈরি না করতে বলেন। সেই সাথে কেহ জাতীয় পতাকা তৈরি করতে এলে তাকে থানায় গিয়ে অনুমতি আনতে বলেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, জাতীয় পতাকা তৈরিতে নিষেধ দেয়ার কথা না। তবে পুলিশের কেউ সেটা করে থাকলে বিষয়টি আমি খতিয়ে দেখব। উল্লে¬খ্য, আগামী ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকা অভিযাত্রায় শরিক হওয়ার জন্য বিএনপি নেত্রী আহবান জানিয়েছেন। পতাকার সাথে লাঠি নিয়ে ঢাকা যাওয়ার নামে নাশকতা হতে পারে এমন আশংকা থেকে সরকারের পক্ষ থেকে পতাকা তৈরিতে এই অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরে জাতীয় পতাকা তৈরিতে পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। টেইলারগণ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে দুই কনস্টেবলসহ এক পুলিশ কর্মকর্তা শহরের সকল টেইলারিংয়ের দোকানে ঘুরে ঘুরে তাঁদের নাম-ঠিকানা লিখে নেন এবং জাতীয় পতাকা তৈরি না করতে বলেন। সেই সাথে কেহ জাতীয় পতাকা তৈরি করতে এলে তাকে থানায় গিয়ে অনুমতি আনতে বলেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, জাতীয় পতাকা তৈরিতে নিষেধ দেয়ার কথা না। তবে পুলিশের কেউ সেটা করে থাকলে বিষয়টি আমি খতিয়ে দেখব। উল্লে¬খ্য, আগামী ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকা অভিযাত্রায় শরিক হওয়ার জন্য বিএনপি নেত্রী আহবান জানিয়েছেন। পতাকার সাথে লাঠি নিয়ে ঢাকা যাওয়ার নামে নাশকতা হতে পারে এমন আশংকা থেকে সরকারের পক্ষ থেকে পতাকা তৈরিতে এই অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। জুড়ী প্রতিনিধি॥
মন্তব্য করুন