মৌলভীবাজারে ১৮ দলের নেতা-কর্মীদের ঢাকায় যেতে বাঁধা

December 30, 2013,

আগামী কালের ঢাকা কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজারে ১৮ দলের নেতা কর্মীদের প্রশাসন ও সরকারের পক্ষ খেকে বাাঁধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে জেলা ১৮ দল। ঢাকা কর্মসূচিতে অংশ নিতে ২ হাজার জাতীয় পতাকা ও ৪০টি গাড়ির বহর নিয়ে মৌলভীবাজারের ১৮ দলের নেতা কর্মীরা প্রস্তুত বলেও দলীয় সূত্রে জানা যায়। এ ব্যাপারে মৌলভীবাজার ১৮ দলের আহ্বায়ক ও জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান জানান, ২ হাজার জাতীয় পতাকা ও ৪০টি গাড়ির বহর নিয়ে ২৯ ডিসেম্বরের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে অংশ নিতে জেলার ১৮ দলের নেতা কর্মীরা সম্পূর্ন প্রস্তুত। এ জন্য শ্যামলী, হানিফসহ বিভিন্ন পরিবহন সংস্থার সাথে কন্টাক্ট করা হয়। কিন্তু সরকার প্রশাসনকে ব্যবহার করে পরিবহন সংস্থা ও পতাকা তৈরীর জন্য দর্জিদের বাধা-নিষেধ করায় জেলা ১৮ দল মর্মাহত ও ক্ষুব্দ। তিনি বলেন, সরকারের এহেন প্রতিহিংসার রাজনীতি এ দেশের মানুষ ঘৃনা ভরে প্রত্যাখ্যান করে জন-মানুষের অধিকার একদিন ঠিকই প্রতিষ্ঠিত করবে, সে দিন আর বেশী দূরে নয়।
আগামী কালের ঢাকা কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজারে ১৮ দলের নেতা কর্মীদের প্রশাসন ও সরকারের পক্ষ খেকে বাাঁধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে জেলা ১৮ দল। ঢাকা কর্মসূচিতে অংশ নিতে ২ হাজার জাতীয় পতাকা ও ৪০টি গাড়ির বহর নিয়ে মৌলভীবাজারের ১৮ দলের নেতা কর্মীরা প্রস্তুত বলেও দলীয় সূত্রে জানা যায়। এ ব্যাপারে মৌলভীবাজার ১৮ দলের আহ্বায়ক ও জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান জানান, ২ হাজার জাতীয় পতাকা ও ৪০টি গাড়ির বহর নিয়ে ২৯ ডিসেম্বরের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে অংশ নিতে জেলার ১৮ দলের নেতা কর্মীরা সম্পূর্ন প্রস্তুত। এ জন্য শ্যামলী, হানিফসহ বিভিন্ন পরিবহন সংস্থার সাথে কন্টাক্ট করা হয়। কিন্তু সরকার প্রশাসনকে ব্যবহার করে পরিবহন সংস্থা ও পতাকা তৈরীর জন্য দর্জিদের বাধা-নিষেধ করায় জেলা ১৮ দল মর্মাহত ও ক্ষুব্দ। তিনি বলেন, সরকারের এহেন প্রতিহিংসার রাজনীতি এ দেশের মানুষ ঘৃনা ভরে প্রত্যাখ্যান করে জন-মানুষের অধিকার একদিন ঠিকই প্রতিষ্ঠিত করবে, সে দিন আর বেশী দূরে নয়। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com