টায়ার জ্বালিয়ে, গাছের গোড়া ফেলে ও খন্ড খন্ড মিছিলের মধ্যদিয়ে বিএনপির একাংশের হরতাল পালিত
কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবীতে টায়ার জ্বালিয়ে, গাছের গোড়া ফেলে ও খন্ড খন্ড মিছিলের মাধ্যমে মৌলভীবাজার জেলায় স্থানীয় বিএনপি-যুবদল ও স্বেচ্ছাসেবকদলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের সমর্থনে ৮ ডিসেম্বর রোববার সকাল থেকেই শহরের শমসেরনগর রোড, চাঁদনীঘাট, শ্রীমঙ্গল সড়ক, জুগীডরসহ বিভিন্ন পয়েন্টে খন্ড-খন্ড মিছিল এবং পিকেটিং করে সমর্থকেরা। এসময় তারা কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গোড়া ফেলে সড়ক অবরোধ করে। দূপুরে বিনেপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, আয়াছ আহমদ, ফয়ছল আহমদ, মিজানুর রহমান মিজান, জাকির হোসেন উজ্জল, স্বাগত কিশোর দাশ চৌধুরী নেতৃত্বে শহরে এক বিক্ষোভ বের হয়। তবে কোনো যানবাহনে অগ্নি-সংযোগ কিংবা ভাংচুরের ঘটনা ঘটেনি। দেশব্যাপী অবরোধ থাকায় স্বভাবতই: নাগরিক জীবনে কর্মব্যস্ততা অন্যান্য সময়ের তুলনায় একটু কম লক্ষ্য করা গেছে। জেলার সকল উপজেলায় শান্তিপূর্নভাবে হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে আগামীকালও সকাল সন্ধ্যা হরতাল পালন করবে জেলা ছাত্রদল।
কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবীতে টায়ার জ্বালিয়ে, গাছের গোড়া ফেলে ও খন্ড খন্ড মিছিলের মাধ্যমে মৌলভীবাজার জেলায় স্থানীয় বিএনপি-যুবদল ও স্বেচ্ছাসেবকদলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের সমর্থনে ৮ ডিসেম্বর রোববার সকাল থেকেই শহরের শমসেরনগর রোড, চাঁদনীঘাট, শ্রীমঙ্গল সড়ক, জুগীডরসহ বিভিন্ন পয়েন্টে খন্ড-খন্ড মিছিল এবং পিকেটিং করে সমর্থকেরা। এসময় তারা কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গোড়া ফেলে সড়ক অবরোধ করে। দূপুরে বিনেপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, আয়াছ আহমদ, ফয়ছল আহমদ, মিজানুর রহমান মিজান, জাকির হোসেন উজ্জল, স্বাগত কিশোর দাশ চৌধুরী নেতৃত্বে শহরে এক বিক্ষোভ বের হয়। তবে কোনো যানবাহনে অগ্নি-সংযোগ কিংবা ভাংচুরের ঘটনা ঘটেনি। দেশব্যাপী অবরোধ থাকায় স্বভাবতই: নাগরিক জীবনে কর্মব্যস্ততা অন্যান্য সময়ের তুলনায় একটু কম লক্ষ্য করা গেছে। জেলার সকল উপজেলায় শান্তিপূর্নভাবে হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে আগামীকালও সকাল সন্ধ্যা হরতাল পালন করবে জেলা ছাত্রদল। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন