শমশেরনগর-কুলাউড়া সড়কে ৩ লাখ ৭২ হাজার ভারতীয় নাসির বিড়িসহ প্রাইভেট কার আটক করেছে বিজিবি
মৌলভীবাজারের শমশেরনগর-কুলাউড়া সড়কে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ৩ লাখ ৭২ হাজার ভারতীয় নাসির উদ্দীন বিড়িসহ একটি প্রাইভেট কার আটক করেছে। রোববার ভোর ৬ টায় কটারকোনা বাজার এলাকা থেকে ভারতীয় বিড়িসহ কারটি আটক করা হয়। কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৬টায় শমশেরনগর-কুলাউড়া সড়কের কটারকোনা বাজার এলাকায় চট্রমেট্রো-ভ-০২-১২০৬ নম্বর কারটি আটকানোর চেষ্টা করা হয়। বিজিবির ধাওয়া খেয়ে চোরাচালানীরা কারটি রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা প্রাইভেট কার তল্লাশি করে কারের ভিতর থেকে অবৈধ ৩ লাখ ৭২ হাজার ভারতীয় নাসির উদ্দীন পাতার বিড়ি জব্দ করে চাতলাপুর সীমান্ত ফাঁড়িতে নিয়ে আসেন। চাতলাপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সুবেদার নূরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বিড়ির মূল্য ৩ লাখ ৭২ হাজার টাকা ও কারের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা ধরা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দিয়ে জব্দকৃত বিড়ি শমশেরনগরস্থ চাতলাপুর স্থল ষ্টেশন শুল্ক অফিসে জমা করা হবে।
মৌলভীবাজারের শমশেরনগর-কুলাউড়া সড়কে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ৩ লাখ ৭২ হাজার ভারতীয় নাসির উদ্দীন বিড়িসহ একটি প্রাইভেট কার আটক করেছে। রোববার ভোর ৬ টায় কটারকোনা বাজার এলাকা থেকে ভারতীয় বিড়িসহ কারটি আটক করা হয়। কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৬টায় শমশেরনগর-কুলাউড়া সড়কের কটারকোনা বাজার এলাকায় চট্রমেট্রো-ভ-০২-১২০৬ নম্বর কারটি আটকানোর চেষ্টা করা হয়। বিজিবির ধাওয়া খেয়ে চোরাচালানীরা কারটি রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা প্রাইভেট কার তল্লাশি করে কারের ভিতর থেকে অবৈধ ৩ লাখ ৭২ হাজার ভারতীয় নাসির উদ্দীন পাতার বিড়ি জব্দ করে চাতলাপুর সীমান্ত ফাঁড়িতে নিয়ে আসেন। চাতলাপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সুবেদার নূরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বিড়ির মূল্য ৩ লাখ ৭২ হাজার টাকা ও কারের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা ধরা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দিয়ে জব্দকৃত বিড়ি শমশেরনগরস্থ চাতলাপুর স্থল ষ্টেশন শুল্ক অফিসে জমা করা হবে। কমলগঞ্জ প্রতিনিধি॥
মন্তব্য করুন