কুলাউড়ায় চা শ্রমিকের হাতে আটক অজগরটি অবশেষে মুক্ত হল
কুলাউড়ার বরমচাল চা বাগান এলাকায় চা শ্রমিকদের হাতে আটক বিশালাকৃতির একটি অজগর সাপকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বন বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। জানা যায়, গত ১৯ জুলাই শুক্রবার অজগরটি স্থানীয় চা বাগানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রের সীমানায় প্রবেশ করলে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। এসময় মহিলা চা শ্রমিকদের চিৎকারে পুরুষ শ্রমিকরা দল বেধে এগিয়ে এসে সাপটিকে ঘিরে ফেলেন। এক পর্যায়ে চটের বস্তা ও বড় বাশের খাচা ফেলে সাপটিকে আটক করে বাগান অফিস এর সামনে নিয়ে আসেন এবং তারা সাপটির ওজন ও উচ্চতার মাপ নেন। ৩৫ কেজি ওজন ও ১৭ ফুট লম্বা এ অজগর সাপটির ধরা পড়ার খবর চাউর হলে উৎসুক জনতা অজগরটিকে এক নজর দেখতে অফিস এর সামনে ভীড় করেন। এ সময় শ্রমিকদের একাংশ ক্ষতির আশঙ্কায় উত্তেজিত হয়ে সাপকে মেরে ফেলতে উদ্যত হলে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা উত্তেজিত শ্রমিকদের সান্তনা দিয়ে অজগরকে উদ্ধার করে ওইদিনই সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন। এ ব্যাপারে স্থানীয় বন বিভাগের কর্মকর্তা শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকদের হাতে আটককৃত অজগরটি বন বিভাগের তত্ত্বাবধানে সংরক্ষিত গহীন বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
কুলাউড়ার বরমচাল চা বাগান এলাকায় চা শ্রমিকদের হাতে আটক বিশালাকৃতির একটি অজগর সাপকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বন বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। জানা যায়, গত ১৯ জুলাই শুক্রবার অজগরটি স্থানীয় চা বাগানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রের সীমানায় প্রবেশ করলে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। এসময় মহিলা চা শ্রমিকদের চিৎকারে পুরুষ শ্রমিকরা দল বেধে এগিয়ে এসে সাপটিকে ঘিরে ফেলেন। এক পর্যায়ে চটের বস্তা ও বড় বাশের খাচা ফেলে সাপটিকে আটক করে বাগান অফিস এর সামনে নিয়ে আসেন এবং তারা সাপটির ওজন ও উচ্চতার মাপ নেন। ৩৫ কেজি ওজন ও ১৭ ফুট লম্বা এ অজগর সাপটির ধরা পড়ার খবর চাউর হলে উৎসুক জনতা অজগরটিকে এক নজর দেখতে অফিস এর সামনে ভীড় করেন। এ সময় শ্রমিকদের একাংশ ক্ষতির আশঙ্কায় উত্তেজিত হয়ে সাপকে মেরে ফেলতে উদ্যত হলে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা উত্তেজিত শ্রমিকদের সান্তনা দিয়ে অজগরকে উদ্ধার করে ওইদিনই সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন। এ ব্যাপারে স্থানীয় বন বিভাগের কর্মকর্তা শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকদের হাতে আটককৃত অজগরটি বন বিভাগের তত্ত্বাবধানে সংরক্ষিত গহীন বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। কুলাউড়া অফিস :
মন্তব্য করুন