কলেজ ছাত্র রাজা মিয়ার হত্যার বিচার দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

September 1, 2013,

শাহ মোস্তফা কলেজ মৌলভীবাজারের মেধাবী ছাত্র এইচএসসি পরীক্ষার্থী রাজা মিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে কলেজের ছাত্রছাত্রীরা। বৃহষ্পতিবার দূপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্টিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা রাজা মিয়ার হত্যার একমাত্র আসামী পারভেজের ফাঁসি দাবী করেন। বিচার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে কলেজ থেকে একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে যোগ দেন। মামলার এজাহার ও পূলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২ মার্চ মৌলভীবাজার শহরের বড়কাপন এলাকায় ক্রিকেট খেলার মাঠে রাজা মিয়াকে ক্রিকেটের ষ্ট্যাম্প দিয়ে উপর্যোপরী আঘাত পারভেজ আহমদ। রাজা মিয়া তার নিজের ক্রিকেট খেলার ষ্ট্যাম্প চাওয়ার কারণে পারভেজ আহমদ এ ঘটনা ঘটায়। এক পর্যায়ে রাজা মিয়া মাটিতে লুঠিয়ে পড়ে। তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ৫ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করে। এ ঘটনায় রাজা মিয়ার ভাই হাসনুর রহমান বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় পারভেজ আহমদকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ মামলার একমাত্র আসামী পারভেজ আহমদকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।
শাহ মোস্তফা কলেজ মৌলভীবাজারের মেধাবী ছাত্র এইচএসসি পরীক্ষার্থী রাজা মিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে কলেজের ছাত্রছাত্রীরা। বৃহষ্পতিবার দূপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্টিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা রাজা মিয়ার হত্যার একমাত্র আসামী পারভেজের ফাঁসি দাবী করেন। বিচার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে কলেজ থেকে একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে যোগ দেন। মামলার এজাহার ও পূলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২ মার্চ মৌলভীবাজার শহরের বড়কাপন এলাকায় ক্রিকেট খেলার মাঠে রাজা মিয়াকে ক্রিকেটের ষ্ট্যাম্প দিয়ে উপর্যোপরী আঘাত পারভেজ আহমদ। রাজা মিয়া তার নিজের ক্রিকেট খেলার ষ্ট্যাম্প চাওয়ার কারণে পারভেজ আহমদ এ ঘটনা ঘটায়। এক পর্যায়ে রাজা মিয়া মাটিতে লুঠিয়ে পড়ে। তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ৫ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করে। এ ঘটনায় রাজা মিয়ার ভাই হাসনুর রহমান বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় পারভেজ আহমদকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ মামলার একমাত্র আসামী পারভেজ আহমদকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com