শ্রীমঙ্গল ও কুলাউড়ায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু ॥ আহত দুই

October 22, 2013,

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলার পৃৃথক ভাবে বজ্রপাতে একই পরিবারের তিন জনসহ মারা গেছেন পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। পুলিশ জানায়, গত ২০ অক্টোবর রোববার দূপুর ২টার দিকে শাকিল মিয়া ও তার স্ত্রী সুমি আক্তার, শ্যালক রাহিকে নিয়ে শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া চা বাগানে বেড়াতে গেলে বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটস্থলেই তারা তিনজন নিহত হন। নিহতরা ফরিদপুর থেকে ঈদের ছুটিতে শ্রীমঙ্গলে বেড়াতে আসেন। এ সময় পার্শবর্তী সিন্দুর খান এলাকায় বজ্রপাতে ছুরুক মিয়া নামের আরো এক ব্যাক্তি মারা যায়। অপর দিকে কুলউড়া উপজেলার কর্মদায় সেলিনা বেগম নামে আরো একজন নিহত হন। এসময় আহত হন আরো দুইজন। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলার পৃৃথক ভাবে বজ্রপাতে একই পরিবারের তিন জনসহ মারা গেছেন পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। পুলিশ জানায়, গত ২০ অক্টোবর রোববার দূপুর ২টার দিকে শাকিল মিয়া ও তার স্ত্রী সুমি আক্তার, শ্যালক রাহিকে নিয়ে শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া চা বাগানে বেড়াতে গেলে বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটস্থলেই তারা তিনজন নিহত হন। নিহতরা ফরিদপুর থেকে ঈদের ছুটিতে শ্রীমঙ্গলে বেড়াতে আসেন। এ সময় পার্শবর্তী সিন্দুর খান এলাকায় বজ্রপাতে ছুরুক মিয়া নামের আরো এক ব্যাক্তি মারা যায়। অপর দিকে কুলউড়া উপজেলার কর্মদায় সেলিনা বেগম নামে আরো একজন নিহত হন। এসময় আহত হন আরো দুইজন। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com