শ্রীমঙ্গলে দুটি স্থানে ১৪৪ ধারা জারি, মির্জাপুর বাজারে ১৪৪ ধারা উপেক্ষা করে সভা করেছে বিএনপি, উত্তেজনা বিরাজ করছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজার ও মীর্জাপুর বাজার এলাকায় ২৫ আক্টোবর শুক্রবার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সাঁতগাঁও বাজার ও মির্জাপুর বাজারে একইস্থানে একই সময়ে আওয়ামীলীগ ও বিএনপি সভা আহবান করে। একারণে যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন শুক্রবার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। বিকেলে ৪টায় স্থানীয় বিএনপির উদ্দ্যেগে নেতাকর্মীরা ১৪৪ ধারা উপেক্ষা করে সভা করেছে। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা শাহাজাহান আহমেদ চৌধুরী, আব্দুল্লা আল মামুন, নিলু আহমেদ, মাওলানা ফজলুল হক প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফাকুল হক চৌধুরী ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজার ও মীর্জাপুর বাজার এলাকায় ২৫ আক্টোবর শুক্রবার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সাঁতগাঁও বাজার ও মির্জাপুর বাজারে একইস্থানে একই সময়ে আওয়ামীলীগ ও বিএনপি সভা আহবান করে। একারণে যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন শুক্রবার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। বিকেলে ৪টায় স্থানীয় বিএনপির উদ্দ্যেগে নেতাকর্মীরা ১৪৪ ধারা উপেক্ষা করে সভা করেছে। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা শাহাজাহান আহমেদ চৌধুরী, আব্দুল্লা আল মামুন, নিলু আহমেদ, মাওলানা ফজলুল হক প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফাকুল হক চৌধুরী ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীমঙ্গল প্রতিনিধি॥
মন্তব্য করুন