কমলগঞ্জে এবার! হিন্দু ধর্মীয় আখড়া থেকে চারটি পিতলের মূর্তি চুরি ॥ সন্দহজনক আটক-১

July 12, 2013,

কমলগঞ্জ উপজেলার একটি হিন্দু ধর্মীয় আখড়ার তালা ভেঙ্গে পিতলের চারটি মূর্তি, করতাল ও একটি ঘন্টা চুরি হয়েছে। চুরির ঘটনায় থানায় মামলা হলে সন্দেহজনকভাবে স্থানীয় সাবেক এক ইউপি সদস্যকে পুলিশ আটক করে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট শ্রীশ্রী রাধা মাধব জিউড় আখড়ায় এ ঘটনাটি ঘটে। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা শ্রীশ্রী রাধা মাধব জিউড় আখড়ার তালা ভেঙ্গে পিতলের ২ টি গোপাল মূর্তি ও ২টি রাধাকৃষ্ণ যুগল মূর্তি, একটি করতাল ও একটি পিতলের ঘন্টা চুরি করে নেয়। চুরি যাওয়া মূর্তিসহ করতালও ঘন্টার বাজার মূল্য ২৫ হাজার টাকা হবে বলে থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়। কমলগঞ্জ থানার এসআই চম্পক দাম জানান, বুধবার বিকালে ঘটনাস্থলে জোর তদন্ত হয়। বুধবার রাতে শ্রীশ্রী রাধা মাধব জিউড় আখড়া কমিটির সভাপতি শশাঙ্ক দেব বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। থানায় মামলা হলে বৃহষ্পতিবার ভোর রাতে পুলিশ রহিমপুর ইউনিয়নের সাবেক সদস্য বিএনপি নেতা আজির উদ্দীনকে আটক করে। এদিকে আটক সাবেক ইউপি সদস্য আজির উদ্দীনের ভগ্নিপতি মোতাহের আলী অভিযোগ করে বলেন, তার শ্যালক বিরোধী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক কারণে স্থানীয় প্রভাবশালী ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাদের সাথে তার (আটক সাবেক ইউপি সদস্যের) বিরোধ আছে। এ কারণে প্রভাব খাটিয়ে আজির উদ্দীনকে মূর্তি চুরির অভিযোগে আটক করা হয়। তবে কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ বলেন, সাবেক ইউপি সদস্যকে সন্দেহজনক আটক করা হয়। এ ঘটনায় খুব সর্তকর্তার সাথে জোর তদন্ত চলছে। তদন্তে আটক সাবেক ইউপি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আলাপকালে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক মধূসুদন পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সম্পাদক নীহারেন্দু ভট্রাচায্য, ঐক্য পরিষদ নেতা অশোক বিজয় দেব কাজল বলেন, শমশেরনগর চা বাগানের শিব মন্দির থেকে ২টি শিব লিঙ্গ চুরির ৩ দিনের মাথায় চৈত্রঘাট শ্রীশ্রী রাধা মাধব জিউড় আখড়ায় এ ঘটনায় আমরা উদ্বিগ্ন। যদিও শমশেরনগর শিব মন্দিরের শিব লিঙ্গ চুরির ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে।
কমলগঞ্জ উপজেলার একটি হিন্দু ধর্মীয় আখড়ার তালা ভেঙ্গে পিতলের চারটি মূর্তি, করতাল ও একটি ঘন্টা চুরি হয়েছে। চুরির ঘটনায় থানায় মামলা হলে সন্দেহজনকভাবে স্থানীয় সাবেক এক ইউপি সদস্যকে পুলিশ আটক করে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট শ্রীশ্রী রাধা মাধব জিউড় আখড়ায় এ ঘটনাটি ঘটে। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা শ্রীশ্রী রাধা মাধব জিউড় আখড়ার তালা ভেঙ্গে পিতলের ২ টি গোপাল মূর্তি ও ২টি রাধাকৃষ্ণ যুগল মূর্তি, একটি করতাল ও একটি পিতলের ঘন্টা চুরি করে নেয়। চুরি যাওয়া মূর্তিসহ করতালও ঘন্টার বাজার মূল্য ২৫ হাজার টাকা হবে বলে থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়। কমলগঞ্জ থানার এসআই চম্পক দাম জানান, বুধবার বিকালে ঘটনাস্থলে জোর তদন্ত হয়। বুধবার রাতে শ্রীশ্রী রাধা মাধব জিউড় আখড়া কমিটির সভাপতি শশাঙ্ক দেব বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। থানায় মামলা হলে বৃহষ্পতিবার ভোর রাতে পুলিশ রহিমপুর ইউনিয়নের সাবেক সদস্য বিএনপি নেতা আজির উদ্দীনকে আটক করে। এদিকে আটক সাবেক ইউপি সদস্য আজির উদ্দীনের ভগ্নিপতি মোতাহের আলী অভিযোগ করে বলেন, তার শ্যালক বিরোধী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক কারণে স্থানীয় প্রভাবশালী ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাদের সাথে তার (আটক সাবেক ইউপি সদস্যের) বিরোধ আছে। এ কারণে প্রভাব খাটিয়ে আজির উদ্দীনকে মূর্তি চুরির অভিযোগে আটক করা হয়। তবে কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ বলেন, সাবেক ইউপি সদস্যকে সন্দেহজনক আটক করা হয়। এ ঘটনায় খুব সর্তকর্তার সাথে জোর তদন্ত চলছে। তদন্তে আটক সাবেক ইউপি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আলাপকালে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক মধূসুদন পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সম্পাদক নীহারেন্দু ভট্রাচায্য, ঐক্য পরিষদ নেতা অশোক বিজয় দেব কাজল বলেন, শমশেরনগর চা বাগানের শিব মন্দির থেকে ২টি শিব লিঙ্গ চুরির ৩ দিনের মাথায় চৈত্রঘাট শ্রীশ্রী রাধা মাধব জিউড় আখড়ায় এ ঘটনায় আমরা উদ্বিগ্ন। যদিও শমশেরনগর শিব মন্দিরের শিব লিঙ্গ চুরির ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে। কমলগঞ্জ প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com